২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

ব্রেক্সিট নিয়ে ম্যাক্রোঁকে ফের আলোচনায় রাজি করানোর চেষ্টায় জনসন

-

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ব্রেক্সিট চুক্তি নিয়ে নতুন আলোচনার সম্ভাবনা স্পষ্টভাবে প্রত্যাখান করার একদিনেরও কম সময়ের মধ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ফ্রান্সকে রাজি করানোর চেষ্টায় নেমেছেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার ফ্রান্সের প্রেসিডেন্টের সাথে মধ্যাহ্নভোজের বৈঠক হওয়ার কথা। এই বৈঠকে জনসন ব্রেক্সিট নিয়ে নতুন আলোচনা শুরুর বিষয়ে ম্যাক্রোঁকে রাজি করনোর চেষ্টা করবেন বলে জানানো হয়। ব্রেক্সিট নিয়ে অচলাবস্থা নিরসনে সম্ভাব্য একটি পথের ইঙ্গিত দিয়েছেন জার্মান চ্যান্সেলর আঞ্জেলা মারকেল। এর পরের দিনই প্যারিসে ম্যাক্রোঁর সাথে এ ‘কঠিন কূটনৈতিক বৈঠকের’ মুখোমুখি হতে হচ্ছে জনসনকে।
তবে জনসনের ফের ব্রেক্সিট আলোচনার প্রস্তাবে কাজ হবে না বলে আগেই জানিয়েছেন ম্যাক্রোঁ। ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বিদায় নেয়ার পর যুক্তরাষ্ট্রের ‘অধীনস্থে’ পরিণত হতে পারে বলেও সতর্ক করেছেন তিনি। ব্রিটেনে নতুন নির্বাচন কিংবা গণভোটের মতো গুরুত্বপূর্ণ কোনো রাজনৈতিক পরিবর্তন ছাড়া ব্রেক্সিট নিয়ে আরো দেরি করার কারণ দেখতে পাচ্ছেন না বলে মন্তব্য করেছেন ম্যাক্রোঁ।
তিন বছরেরও বেশি সময় আগে হওয়া গণভোটে ব্রিটেন ইইউ থেকে বেরিয়ে যাওয়ার রায় জানালেও কখন, কী প্রক্রিয়ায় এটি সম্পন্ন হবে, তা এখনো স্পষ্ট নয়। প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর জনসন চলতি বছরের ৩১ অক্টোবরের মধ্যে ব্রেক্সিট সম্পন্ন করার প্রতিশ্রতি দিয়েছেন। ইউরোপের অধিকাংশ দেশই যখন কোনো ধরনের ‘চুক্তি ছাড়া’ ব্রেক্সিট কার্যকরের আশঙ্কায় শঙ্কিত, তখন চলতি সপ্তাহে নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী নেমেছেন ইউরোপকে ফের আলোচনায় উদ্যোগী করতে।
বুধবার জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মারকেল ব্রিটেনকে আগামী ৩০ দিনের মধ্যে আয়ারল্যান্ড ও নর্দার্ন আয়ারল্যান্ডের সীমান্ত সঙ্কট নিয়ে একটি সমাধানে পৌঁছার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। পর্যবেক্ষকরা বলছেন, ইইউর সাথে কোনো চুক্তির ক্ষেত্রে এ বিষয়টিই যুক্তরাজ্যের জন্য সবচেয়ে বড় বাধা। অ্যাঞ্জেলার এই চ্যালেঞ্জকে অবশ্য ইতিবাচকভাবেই দেখছেন ব্রিটিশ কর্মকর্তারা। ইইউ ব্রেক্সিট চুক্তি নিয়ে ফের আলোচনায় অস্বীকৃতি জানানোর অবস্থান থেকে খানিকটা সরে এসেছে বলেও ধারণা তাদের।
অ্যাঞ্জেলার ওই বক্তব্যের ঘণ্টাখানেক পর ম্যাক্রোঁ ব্রেক্সিট নিয়ে ইইউর আগের অবস্থানই পুনর্ব্যক্ত করেছিলেন। তিনি বলেছিলেন, ইইউ থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়া নিয়ে জনসনের পূর্বসুরির সাথে ইউরোপের নেতাদের যে চুক্তি হয়েছিল, তা নিয়ে নতুন আলোচনার সুযোগ নেই। সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে-র সাথে ইইউর ওই ব্রেক্সিট চুক্তি যুক্তরাজ্যের পার্লামেন্টে তিন দফা প্রত্যাখ্যাত হয়েছিল। ফরাসি প্রেসিডেন্টের কার্যালয়ের এক কর্মকর্তা জানান, ফ্রান্স এখন ‘চুক্তি ছাড়াই’ ব্রেক্সিট সম্পন্ন হওয়ার বেশি সম্ভাবনা দেখছে।

 


আরো সংবাদ



premium cement
নোয়াখালীতে হিট স্ট্রোকে শিক্ষার্থীর মৃত্যু বাবার বাড়িতে বেড়াতে যাওয়ায় স্ত্রীর ২৭ স্থানে স্বামীর ধারালো অস্ত্রের আঘাত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ১২ উপজেলায় মানববন্ধন রোববারই খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, শনিবার ক্লাসসহ ৪ নির্দেশনা ময়মনসিংহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী বাস্তবায়নের আহ্বান ৩ গণকবরে ৩৯২ লাশ, ২০ ফিলিস্তিনিকে জীবন্ত কবর দিয়েছে ইসরাইল! মৌলভীবাজারে বিএনপি ও যুবদল নেতাসহ ১৪ জন কারাগারে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট কারীদের চিহ্নিতকরণ ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ১২ দলীয় জোটের কলিং ভিসায় প্রতারণার শিকার হয়ে দেশে ফেরার সময় মারা গেল মালয়েশিয়া প্রবাসী নারায়ণগঞ্জ যুবদলের সদস্য সচিবকে আটকের অভিযোগ হাতিয়া-সন্দ্বীপ চ্যানেলে কার্গো জাহাজডুবি : একজন নিখোঁজ, ১১ জন উদ্ধার

সকল