১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

ট্রাম্পকে মধ্যস্থতা করতে মোদির অনুরোধের খবর ভারতের অস্বীকার

কাশ্মির ইস্যু
-

কাশ্মির ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মধ্যস্থতা করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রস্তাব করার কথা অস্বীকার করেছে ভারত। মার্কিন প্রেসিডেন্টের কাছে মোদি এমন কোনো অনুরোধ করেননি বলে দাবি করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্র সফররত পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সাথে দ্বিপক্ষীয় বৈঠকে এই কথা বলেছেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাশ্মির উপত্যকাকে ঘিরে ভারত-পাকিস্তানের মধ্যকার সম্পর্কে স্থিতিশীলতা আনতে মধ্যস্থতাকারী হতে ট্রাম্পকে অনুরোধ করেছেন মোদি। তবে ট্রাম্পের এমন বক্তব্য উড়িয়ে দিয়েছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্টের কাছে এমন কোনো অনুরোধ করেননি মোদি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাভিশ কুমার টুইটারে দেয়া এক বার্তায় বলেছেন, ‘মার্কিন প্রেসিডেন্টকে এ ধরনের কোনো অনুরোধ করেননি নরেন্দ্র মোদি।’
এ দিকে এই ঘটনার জেরে বিজেপি সরকারের কঠোর সমালোচনা ও কটাক্ষ করেছে কংগ্রেস। সোমবার হোয়াইট হাউজে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সাথে বৈঠকে বসেন ট্রাম্প। সেই বৈঠকের পরই ট্রাম্প বলেন, ‘দুই সপ্তাহ আগেই মোদির সাথে দেখা হয়েছিল। আমরা এ বিষয় (কাশ্মির) নিয়ে কথা বলেছিলাম। তিনি তখন বলেছিলেন, আপনি (ট্রাম্প) কি মধ্যস্থতাকারী হবেন? আমি বললাম, কিসের? তখন তিনি বললেন, কাশ্মির সমস্যা মেটানোর জন্য। কারণ এই সমস্যা বছরের পর বছর ধরে রয়েছে। আমি খুব অবাক হয়ে জিজ্ঞাসা করলাম কত দিন ধরে রয়েছে এই সমস্যা।’ ট্রাম্প যখন এ কথা বলছেন, তখন তার পাশে ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানও। ট্রাম্পের এই কথা শুনে ইমরান বললেন, ‘৭০ বছর ধরে এই সমস্যা রয়েছে।’
কাশ্মির ইস্যুতে ট্রাম্পের এই মন্তব্যের আগে ইমরান খান বলেন, ‘ট্রাম্প বিশ্বের অন্যতম শক্তিশালী দেশের প্রেসিডেন্ট। উপমহাদেশে শান্তি স্থাপনে আমেরিকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আমার পক্ষ থেকে বলতে পারি, আমরা অনেক চেষ্টা করেছি। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা কোনো সমাধান বের করতে পারিনি। আশা করছি মার্কিন প্রেসিডেন্ট দুই দেশের সম্পর্ক শক্তিশালী করতে উদ্যোগী হবেন।’
এরপর ট্রাম্প আরো বলেন, ‘আমার মনে হয়, উভয়েই (ভারত-পাকিস্তান) চায়, এ সমস্যার সমাধান হোক। আমার মনে হয়, আমরা সবাই তা চাই। আর আমি যদি সাহায্য করতে পারি, আমি মধ্যস্থতাকারী হতে রাজি।’ ট্রাম্পের মন্তব্য শোনার পর ইমরান বলেন, ‘যদি আপনি পারেন, তাহলে মধ্যস্থতা করে এ সমস্যার সমাধান করুন।’
ইমরানের কথা শুনে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘দেখা যাক, কী করতে পারি। কাশ্মির সম্পর্কে অনেক কিছু শুনেছি। খুব সুন্দর নাম। বিশ্বের অন্যতম সুন্দর জায়গা এটা। কিন্তু এখন চার দিকে শুধু বোমা। যেখানেই আপনি যান, বোমা রয়েছে। ভয়ঙ্কর অবস্থা। যদি আমি কিছু সাহায্য করতে পারি, তাহলে আমাকে জানান।’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্য সামনে আসতেই ভারতের রাজনৈতিক মহলে আলোড়ন পড়ে যায়। কংগ্রেস বিজেপি নেতৃত্বাধীন সরকারকে কটাক্ষ করে। অন্য দিকে পিডিপি নেত্রী মেহবুবা মুফতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যকে স্বাগত জানান। আর কাশ্মিরের নেতা ওমর আবদুল্লাহ প্রশ্ন করেন, এবার কি ডোনাল্ড ট্রাম্পকে মিথ্যাবাদী বলবে ভারত? অবশ্য ট্রাম্পের এমন কথায় স্বভাবতই খুশি পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ট্রাম্পকে বলেন, ট্রাম্প যদি কাশ্মির নিয়ে মধ্যস্থতা করতে পারেন, তাহলে কাশ্মিরের বাসিন্দাদের শুভকামনা ও প্রার্থনা তার সাথে থাকবে।
ট্রাম্পের দাবি নিয়ে ভারতের রাজনৈতিক মহলে শোরগোল পড়তেই বিষয়টি সামলাতে ব্যস্ত হয়ে পড়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তড়িঘড়ি করে দাবি করা হয় অধিকৃত জম্মু ও কাশ্মির ভারতের ‘অবিচ্ছেদ্দ অঙ্গ’। এটি ভারত ও পাকিস্তানের দ্বিপক্ষীয় বিষয়। এ ব্যাপারে ভারতের পক্ষ থেকে আমেরিকার প্রেসিডেন্টকে কোনো অনুরোধ করা হয়নি বলেও দাবি করে নয়াদিল্লি। পাশাপাশি মোদি সরকারের দাবি, কাশ্মির সমস্যার সমাধান চায় ভারত। কিন্তু তা নিয়ে বরাবরই ভারতের অবস্থান হলোÑ এই ইস্যুতে কোনো তৃতীয় পক্ষের অবস্থান মেনে নেয়া হবে না। সেটা জাতিসঙ্ঘই হোক বা অন্য কোনো রাষ্ট্র।


আরো সংবাদ



premium cement