১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

খাশোগি হত্যার পর সৌদির কাছে বিপুল অস্ত্র বিক্রি ব্রিটেনের

-

সৌদি রাজপরিবারের সমালোচক ও নির্বাসিত সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের ছয় মাসের মধ্যে সৌদি আরবের কাছে রেকর্ড ৬৮ কোটি ডলার মূল্যের অস্ত্র বিক্রি করেছে ব্রিটেন। ব্রিটিশ সরকারের প্রকাশিত নতুন অস্ত্র রফতানি পরিসংখ্যানে এই তথ্য উঠে এসেছে।
ব্রিটেন এক দিকে সৌদি আরবের কাছে বিশাল অঙ্কের অস্ত্র বিক্রি করছে, অন্য দিকে তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনসুলেটে প্রয়োজনীয় নথি আনতে গিয়ে রিয়াদের পাঠানো বিশেষ ঘাতকদলের হাতে সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের নিন্দাও জানিয়েছে। ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাশোগি হত্যায় কঠোর উপায়ে নিন্দা জানায় ব্রিটিশ সরকার।
জাতিসঙ্ঘ ও যুক্তরাষ্ট্রের তদন্ত কর্মকর্তারা ওই হত্যাকাণ্ডে সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে দায়ী করে। ব্রিটেনের কাছে থেকে কেনা সৌদি আরবের ৬৮৬ মিলিয়ন ডলারের ওই অস্ত্রের মধ্যে গ্রেনেড, বোমা, ক্ষেপণাস্ত্র ও হামলা প্রতিরোধক অস্ত্র রয়েছে। এর বেশির ভাগ ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন সামরকি জোটের যুদ্ধে ব্যবহৃত হচ্ছে।
সৌদি আরবের কাছে যুক্তরাজ্যের এই অস্ত্র বিক্রি নিয়ে প্রশ্ন উঠেছে। ইয়েমেনে সৌদি আরব যখন যুদ্ধে নেতৃত্ব দিচ্ছে তখন তাদের কাছে বিশাল অঙ্কের এই অস্ত্র বিক্রির ঘটনায় সমালোচনার মুখেও পড়েছে ব্রিটেন। ব্রিটেনের তৈরি অস্ত্রে ইয়েমেনে সৌদি আরব মানবতাবিরোধী অপরাধ করছে বলেও অভিযোগ উঠেছে।
সৌদির রাজপরিবারের উপদেষ্টা থেকে সমালোচক বনে যাওয়া নির্বাসিত সাংবাদিক জামাল খাশোগি গত বছরের ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনসুলেটে হত্যাকাণ্ডের শিকার হন। তুরস্ক বলছে, সৌদি সরকারের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের পাঠানো একদল ঘাতক জামাল খাশোগিকে হত্যা করেছে। প্রথমে অস্বীকার করলেও পরে বৈশ্বিক প্রচণ্ড চাপের মুখে খাশোগিকে হত্যার অভিযোগ স্বীকার করে সৌদি। তবে তার লাশের সন্ধান এখন পর্যন্ত পাওয়া যায়নি।


আরো সংবাদ



premium cement
তীব্র তাপপ্রবাহে বাড়ছে ডায়রিয়া হিটস্ট্রোক মাছ-ডাল-ভাতের অভাব নেই, মানুষের চাহিদা এখন মাংস : প্রধানমন্ত্রী মৌসুমের শুরুতেই আলু নিয়ে হুলস্থূল মধ্যস্বত্বভোগীদের কারণে মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এত শক্তি প্রয়োগের বিষয়টি বুঝতে পারেনি ইসরাইল রাখাইনে তুমুল যুদ্ধ : মর্টার শেলে প্রকম্পিত সীমান্ত বিএনপির কৌশল বুঝতে চায় ব্রিটেন ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট আজ নিষেধাজ্ঞার কারণে মিয়ানমারের সাথে সম্পৃক্ততায় ঝুঁকি রয়েছে : সেনাপ্রধান নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা চালাচ্ছে বিএনপি : কাদের রৌমারীতে বড়াইবাড়ী সীমান্তযুদ্ধ দিবস পালিত

সকল