২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

জব্দ ট্যাংকারের ভিডিও প্রকাশ ইরানের

ইরানের সরবরাহ করা ছবিতে বন্দর আব্বাসে নোঙর করা ব্রিটিশ ট্যাংকার স্টেনা ইম্পিরোকে দেখা যাচ্ছে : ইন্টারনেট -

উপসাগরীয় এলাকায় জব্দ করা ব্রিটিশ পতাকাবাহী ট্যাংকার দ্য স্টেনা ইম্পিরোর নতুন ভিডিও প্রকাশ করেছে ইরান। ভিডিওতে ট্যাংকার জব্দ করার মুহূর্তের চিত্র উঠে এসেছে। তবে ট্যাংকার জব্দকে ‘অবৈধ’ উল্লেখ করে ইরানকে তা মুক্ত করে দিতে বলেছে ব্রিটেন।
গত শনিবার ইরানের বিপ্লবী রক্ষীবাহিনী উপসাগর থেকে ব্রিটিশ ট্যাংকারটি আটকের ঘটনার একটি ভিডিও অনলাইনে পোস্ট করেছে। এতে কয়েকটি ইরানি স্পিডবোটের পাশে স্টেনা ইম্পিরোকে চলতে দেখা যায়। ফুটেজে নৌযানটির নামও স্পষ্ট দৃষ্টিগোচর হয়।
উপরে থাকা একটি হেলিকপ্টার থেকে স্কি মাস্ক পরিহিত সৈন্যদের ওই ট্যাংকারের ডেক বরাবর বন্দুক ধরে রাখার দৃশ্যও ভিডিওতে ছিল। একই কৌশলে দুই সপ্তাহ আগে ব্রিটিশ রাজকীয় মেরিন বাহিনীর সদস্যরাও জিব্রাল্টার প্রণালী থেকে ইরানি সুপার ট্যাংকার গ্রেস ১-কে আটক করেছিল। সিরিয়ার বানিয়াস শোধনাগারে তেল নিয়ে যাচ্ছে সন্দেহে ইরানি ওই ট্যাংকারটিকে আটক করার কথা জানিয়েছিল জিব্রাল্টার। সিরীয় ওই শোধনাগারের ওপর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নিষেধাজ্ঞা আছে।
জিব্রাল্টারে আটক ট্যাংকার ছেড়ে না দিলে ‘পাল্টা ব্যবস্থা’ নেয়ার হুঁশিয়ারি ছিল ইরানের; মাঝে একবার তাদের কয়েকটি নৌযান ব্রিটিশ একটি জাহাজকে হেনস্তা করেছিল বলেও অভিযোগ করে লন্ডন। বৈশ্বিক তেল বাণিজ্যের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ নৌসীমা হিসেবে পরিচিত হরমুজ প্রণালীতে এ ট্যাংকার আটকের ঘটনা পশ্চিমাদের সাথে তেহরানের উত্তেজনা বৃদ্ধির নতুন নজির হিসেবেই দেখছেন পর্যবেক্ষকরা। গত তিন মাস ধরে ইরানের সাথে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান উত্তেজনা এমনিতেই দেশদু’টিকে যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড় করিয়ে রেখেছে। গত শনিবার ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী পেনি মরডন্ট হরমুজ প্রণালী থেকে স্টেনা ইম্পিরো আটককে ‘শত্রুতামূলক কর্মকাণ্ড’ অ্যাখ্যা দেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফের সাথে আলোচনায় ট্যাংকার জব্দে ‘গভীর হতাশা’ ব্যক্ত করেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট।
ইরানের বিপ্লবী রক্ষীবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার-জেনারেল রামেজান শরীফ বলেছেন, ট্যাংকার স্টেনা ইম্পিরোর পাহারায় একটি ব্রিটিশ যুদ্ধজাহাজও ছিল। বিপ্লবী রক্ষীবাহিনী ওই যুদ্ধজাহাজের ‘প্রতিরোধ ও হস্তক্ষেপ’ সত্ত্বেও ট্যাংকার জব্দে সক্ষম হয়েছে।
ইরানি বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, ইরানি একটি মাছধরার নৌকার সাখে সংঘর্ষের পর গত শুক্রবার সৈন্যরা স্টেনা ইম্পিরোর নিয়ন্ত্রণ কেড়ে নেয়। সংঘর্ষের আগে মাছধরার নৌকাটি ব্রিটিশ ট্যাংকারটিকে সরে যেতে বললেও তারা তাতে গা করেনি।
ব্রিটেনের ওই নৌযানটিকে পরে ইরানি সমুদ্রবন্দর আব্বাসে নিয়ে যাওয়া হয়। সংঘর্ষের ঘটনার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কার্গোবিহীন এ নৌযানটির ক্রুরাও সেখানেই অবস্থান করবেন বলে ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের বন্দর ও সমুদ্র কর্তৃপক্ষের প্রধান আল্লামুরাদ আফিফিপুরের বরাত দিয়ে জানিয়েছে ফার্স। স্টেনা ইমপেরিওর ২৩ ক্রুর ১৮ জনই ভারতীয়।
জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদের কাছে লেখা এক চিঠিতে ব্রিটেন জানিয়েছে, তাদের নৌযানটিকে আটক করার সময় সেটি ওমানের নৌসীমায় ছিল এবং সব নিয়ম মেনেই প্রণালীটি পার হচ্ছিল। চিঠিতে স্টেনা ইম্পিরোর আটককে তেহরানের ‘অবৈধ হস্তক্ষেপ’ হিসেবেও অ্যাখ্যা দিয়েছে তারা। চিঠিতে বলা হয়, ‘এখনকার উত্তেজনা খুবই উদ্বেগজনক, আমাদের লক্ষ্য হচ্ছে উত্তেজনা নিরসন। আমরা ইরানের সাথে কোনো ধরনের সঙ্ঘাত চাই না। কিন্তু আন্তর্জাতিকভাবে স্বীকৃতি ট্রানজিট করিডর দিয়ে জাহাজের মাধ্যমে বৈধ বাণিজ্যের ক্ষেত্রে এ ধরনের হুমকি একেবারেই অগ্রহণযোগ্য ও উস্কানিমূলক,’।
ট্যাংকার জব্দের পর এ নিয়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী হান্টের সাথে কথা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। গত শনিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর প্রকাশিত ওয়াশিংটন এক্সামিনারকে দেয়া সাক্ষাৎকারে পম্পেও বলেন, ‘তারা কী দেখেছে, কী জানে, কী ধরনের প্রতিক্রিয়ার চিন্তা শুরু করেছে, তা নিয়ে কথা বলেছি আমরা। ইরান আজ এমন এক জায়গায় পৌঁছেছে, যেখানে তারা নিজেরাই নিজেদের নিয়ে গেছে,’।
গত শুক্রবার ইরান হরমুজ উপকূল থেকে মেসদার নামে আরেকটি তেলবাহী ট্যাংকারকে আটক করলেও পরে তাকে ছেড়ে দেয়। ওই ট্যাংকারটি আলজেরিয়ার রাষ্ট্রীয় তেল কোম্পানি সোনাত্রাচের মালিকানাধীন বলে গত শনিবার জানিয়েছে আলজেরীয় বার্তা সংস্থা এপিএস।
ফ্রান্স, জার্মানির পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নও ট্যাংকার স্টেনা ইম্পিরো জব্দের ঘটনায় নিন্দা জানিয়েছে। ব্রিটিশ এ ট্যাংকারটির গন্তব্য ছিল সৌদি আরবের একটি বন্দর; কিন্তু হরমুজ প্রণালী অতিক্রমের সময়ই তার যাত্রাপথ বদলে যায়। তেহরানের সাথে উত্তেজনার মধ্যে শুক্রবারই সৌদি আরবে ৫০০ সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। ২০০৩ সালের পর এবারই প্রথম শিয়া সংখ্যাগরিষ্ঠ ইরানের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী সুন্নি সংখ্যাগরিষ্ঠ দেশটিতে মার্কিন সেনা যাচ্ছে।

 


আরো সংবাদ



premium cement