১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫
`

সবচেয়ে উত্তপ্ত জুন মাস ছিল চলতি বছর

-

পৃথিবীর ইতিহাসে সবচেয়ে উত্তপ্ত জুন মাস ছিল চলতি বছর। এর আগে অন্য কোনো জুন মাসে এতটা গরম হয়ে ওঠেনি পৃথিবীর আবহাওয়া। বিশ্বজুড়ে গত মাসে গড় তাপমাত্রা ছিল ৬১.৬ ফারেনহাইট বা ১৬.৪ ডিগ্রি সেলসিয়াস। বিংশ শতাব্দীর গড় বৈশ্বিক তাপমাত্রার তুলনায় তা ১.৭ ফারেনহাইট বেশি। যুক্তরাষ্ট্রের জাতীয় মহাসাগরীয় ও বায়ুমণ্ডলীয় প্রশাসন (এনওএএ) এমনটা জানিয়েছে।
সবচেয়ে বেশি উত্তাপ দেখা গেছে ইউরোপ, রাশিয়া, কানাডা ও দক্ষিণ আমেরিকায়। এনওএএ’র খবর অনুসারে, যুক্তরাষ্ট্রে শিগগিরই আঘাত হানতে চলেছে বিপজ্জনক তাপপ্রবাহ। দেশটির জাতীয় আবহাওয়া অধিদফতর সতর্ক করেছে, আসন্ন দিনগুলোয় তীব্র তাপপ্রবাহে আক্রান্ত হবে লাখ লাখ মানুষ। তাপমাত্রা ছাড়িয়ে যেতে পারে ৪৩ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার এক টুইটে নিউ ইয়র্কের মেয়র বিল দে ব্লাসিও জানান, শুক্রবার তাপমাত্রার অবস্থা খুবই খারাপ থাকবে। শনিবার থাকবে আরো খারাপ।
এনওএএ তাদের সর্বশেষ বৈশ্বিক জলবায়ু রিপোর্টে বলেছে, জুন মাসের তাপমাত্রায় দক্ষিণ মেরুতে সামুদ্রিক বরফের আস্তরণ রেকর্ড পরিমাণ কমে গেছে। ১৮৮০ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত ১০টি উষ্ণতম জুন মাস পার হয়েছে গত ৯ বছরের মধ্যে। চলতি বছরের আগে সবচেয়ে উষ্ণতম ছিল ২০১৬ সালের জুন মাস। নাসা ও অন্যান্য সংস্থাও একই ঘোষণা দিয়েছে।
জুলাই হতে পারে পৃথিবীর উষ্ণতম মাস
বিজ্ঞানীরা বলছেন, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে উষ্ণতম মাস হতে পারে চলতি মাস। পেনসিলভানিয়া স্টেট ইউনিভার্সিটির জলবায়ু বিশেষজ্ঞ মাইকেল ম্যান সম্প্রতি জানান, এই জুলাই যদি আমাদের হিসাবে থাকা বছরগুলোর মধ্যে উষ্ণতম জুলাই হয়ে ওঠে, তাহলে তা হবে এখনো পর্যন্ত আমাদের রেকর্ডে থাকা পৃথিবীর উষ্ণতম মাস। এমনটি হওয়ার আশঙ্কা প্রবল। এর পেছনে কয়েকটি কারণও দেখিয়েছে নাসা। বলেছে, জুনের শেষ সপ্তাহে পশ্চিম ইউরোপের দেশগুলোতে যে ভয়াবহ তাপপ্রবাহের ঘটনা ঘটেছে, গত কয়েক শতকের মধ্যে ওই সময় পৃথিবীতে যা হয়নি। ফ্রান্সের ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা ছিল গত মাসে। জুনের শেষ সপ্তাহের তাপপ্রবাহে দেশটির ফরাসি বিপ্লবের সময়কার ১৩টি জায়গার উষ্ণতা ছাপিয়ে গিয়েছে।


আরো সংবাদ



premium cement
বান্দরবানের কেউক্রাডং পাহাড়ে যৌথ বাহিনীর অভিযান : আটক ৮, অস্ত্র উদ্ধার স্বাধীনতা সূচকে ১৬৪টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৪১তম নাটোর পৌরসভা কার্যালয়ের ভিতরে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত কাঁঠালিয়ায় মাঠে ছাগল আনতে গিয়ে বজ্রপাতে কিশোরে মৃত্যু সালমান খানের বাড়িতে গুলির ঘটনায় গ্রেফতার ২ আরো দুই সদস্য বাড়িয়ে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন রাবির নতুন জনসংযোগ প্রশাসক অধ্যাপক ড. প্রণব কুমার পাণ্ডে অপরাধ না করেও আসামি হওয়া এখন নিয়মে পরিণত হয়েছে : মির্জা ফখরুল লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদে স্নানোৎসবে নেমে শিশুর মৃত্যু ধূমপান করতে নিষেধ করায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা বড় বোনের বৌভাতের গিয়ে দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

সকল