২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

ইস্তাম্বুলের বিজয়ী মেয়রকে এরদোগানের অভিনন্দন

-

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান ইস্তাম্বুলের মেয়র পদে রোববার অনুষ্ঠিত পুনর্নির্বাচনে বিজয়ী প্রার্থী একরাম ইমামওগলুকে অভিনন্দন জানিয়েছেন। এক টুইটে এরদোগান বলেছেন, ‘নির্বাচনের প্রাথমিক ফলাফলের ভিত্তিতে নির্বাচিত হওয়ায় আমি একরাম ইমামওগলুকে অভিনন্দন জানাচ্ছি।’
নির্বাচনের ফলাফলের আনুষ্ঠানিক ঘোষণা আসার আগেই প্রতিদ্বন্দ্বীর কাছে পরাজয় মেনে নিয়ে বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানিয়েছেন এ কে পার্টির মেয়র প্রার্থী সাবেক প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম।
এদিকে জয়ের পর দেয়া এক ভাষণে একরাম তার জয়কে এই শহর ও দেশের জন্য ‘নবযাত্রা’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘ইস্তাম্বুলে আমরা এক নতুন অধ্যায়ের সূচনা করেছি। এই অধ্যায়ে থাকবে ন্যায়বিচার, সমতা-সাম্য ও ভালোবাসা থাকবে।’
এরদোগানের সাথে একত্রে কাজ করার ইচ্ছা প্রকাশ করে একরাম বলেছেন, ‘মি. প্রেসিডেন্ট, ঐকতান রেখে আপনার সাথে কাজ করতে আমি প্রস্তুত।’ এছাড়া তিনি তার সমর্থকদের গণতান্ত্রিক উন্নয়নে ভূমিকা রাখার জন্য অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে বিজয় ভাষণে বলেছেন, আপনারা সমগ্র বিশ্বের সামনে তুরস্কের গণতন্ত্রের গৌরব রক্ষা করেছেন’। এরদোগান এর আগে বলেছিলেন, ‘ইস্তাম্বুল যে জিতবে, সে তুরস্ক জিতবে।’ একসময় তিনি ইস্তাম্বুলের মেয়র ছিলেন। এর আগে গত ৩১ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে ইকরাম ইমামওগলুকে ক্ষমতাসীন দলের প্রার্থীর চেয়ে অল্প ভোটের ব্যবধানে বিজয়ী ঘোষণা করা হয়। তবে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে একে পার্টি ইস্তাম্বুলে পুননির্বাচনের দাবি তোলে। এরদোগানও তার দলের পরাজয় প্রত্যাখ্যান করেন। মে মাসের শুরুতে রস্কের হাই ইলেকশন বোর্ড অনিয়মের অভিযোগের পক্ষে প্রমাণ পেয়ে ওই নির্বাচনের ফল বাতিল করে এবং ২৩ জুন পুননির্বাচনের দিন নির্ধারণের ঘোষণা দেয়।
পুননির্বাচনের ঘোষণা আসার পর একে পাটির পার্লামেন্টারি বৈঠকে এরদোগান বলেন, ‘ইস্তাম্বুলে পুননির্বাচন দেশের জন্য সবচেয়ে ভালো পদক্ষেপ। এই সিদ্ধান্তকে গণতন্ত্র ও আইনি কাঠামোর মধ্যে সমস্যা সমাধানে আমাদের আকাক্সক্ষাকে শক্তিশালী করতে সবচেয়ে ভালো পদক্ষেপ হিসেবে দেখছি।’ তিনি বলেন, মার্চে অনুষ্ঠিত ভোট অবৈধ ছিল এবং পুননির্বাচন দেশের গণতন্ত্রকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে প্রতিনিধিত্ব করবে। এরদোগান ঘোষণা করেছিলেন, যারই জয় হোক না কেন, মূলত বিজয় হবে তুরস্কের।
নির্বাচনে ৫৪ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) প্রার্থী একরাম ইমামওগলু। তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ৭ লাখ ৭৭ হাজার ৫৮১ ভোট বেশি পেয়েছেন। অথচ গত মার্চের নির্বাচনে ব্যবধান ছিল মাত্র ১৩ হাজার ভোট। এবারে একরাম ৪৭ লক্ষাধিক ও ইলদিরিম প্রায় ৪০ লাখ ভোট পেয়েছেন।


আরো সংবাদ



premium cement
আবাহনী-মোহামেডান ম্যাচে মারামারি, মাঠ ছেড়ে উঠে গেল সাদা-কালোরা কৃষক যাতে ন্যায্যমূল্য পান, সেভাবেই ধানের দাম নির্ধারণ করা হবে : কৃষিমন্ত্রী চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সিএনজি ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪ ভান্ডারিয়ায় ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখতে দর্শনার্থীদের ঢল তীব্র তাপপ্রবাহের কারণে ৭ দিন স্কুল বন্ধের দাবি চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি সাম্প্রদায়িক শক্তি, এদের রুখতে হবে : ওবায়দুল কাদের সাদিক এগ্রোর ব্রাহামা জাতের গরু দেখলেন প্রধানমন্ত্রী ভারতে লোকসভা নির্বাচনে প্রথম ধাপে ভোট পড়েছে ৬০ শতাংশ সারা বিশ্ব আজ জুলুমবাজদের নির্যাতনের শিকার : ডা. শফিকুর রহমান মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশী : পররাষ্ট্রমন্ত্রী

সকল