২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

ট্যাংকারে হামলার মার্কিন অভিযোগ জাপান-জার্মানি রাশিয়ার অস্বীকার

-

ওমান সাগরে বৃহস্পতিবার দু’টি জ্বালানি তেলের ট্যাংকারে রহস্যজনক হামলার জন্য ইরানকে দুষছে যুক্তরাষ্ট্র। কিন্তু যুক্তরাষ্ট্রের ওই দাবি নাকচ করে দিয়েছেন হামলার শিকার একটি তেল ট্যাংকারের জাপানি মালিক ইউতাকা কাতাদা। তেমনি যুক্তরাষ্ট্রের এ দাবি নাকচ করেছে জার্মানি ও রাশিয়া।
ইউতাকা কাতাদা বলেছেন, সাগর থেকে পাতানো মাইনের মাধ্যমে নয় বরং আকাশ থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মাধ্যমে তার জাহাজে হামলা চালানো হয়েছে। টোকিওতে শুক্রবার কোকুকা সাঙ্গিও কোম্পানির প্রেসিডেন্ট কাতাদা এক সংবাদ সম্মেলনে হামলার শিকার ট্যাংকারের হামলার স্থানের ছবি দেখিয়ে বলেন, আমরা তেল ট্যাংকারটির ওপর দিয়ে কোনো কিছু উড়ে যাওয়ার সংকেত পেয়েছি।
তিনি আরো বলেন, জাহাজের পাশে লাগিয়ে দেয়া কোনো টাইম বোমা বা মাইনের মাধ্যমে এ হামলা চালানো হয়নি। কাতাদা বলেন, আকাশ থেকে ছুটে আসা ক্ষেপণাস্ত্র তার জাহাজে আঘাত হেনেছে। হামলার শিকার তেল ট্যাংকারের জাপানি মালিক ছবি দেখিয়ে আরো বলেন, জাহাজের অনেক উপরের দিকে হামলা হয়েছে। গানবোট থেকে পাতানো মাইন বা টর্পেডোর মাধ্যমে এ হামলা হতে পারে না।
তিনি বলেন, তার তেল ট্যাংকারের নাবিকদের সাথে কথা বলে তিনি জানতে পেরেছেন আকাশে থেকে কোনো কিছু ওই ট্যাংকারে প্রথমবার আঘাত হানার পর জাহাজের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান এবং তাদের উপস্থিতিতেই আকাশ থেকে দ্বিতীয়বার জাহাজে আঘাত হানা হয়। ওমান সাগরের হামলার শিকার তেল ট্যাংকারের মালিক এমন সময় এসব তথ্য জানালেন যখন ওই হামলার জন্য ইরানকে দায়ী করে আমেরিকা উদ্ভট তথ্যপ্রমাণ তুলে ধরেছে।
ওয়াশিংটন একটি ভিডিও প্রকাশ করে দাবি করেছে, হামলার শিকার তেল ট্যাংকার থেকে একটি অবিস্ফোরিত মাইন সরিয়ে নিয়েছে ইরানি নৌসেনারা। যুক্তরাষ্ট্রের এ দাবি ব্রিটেন মেনে নিলেও মার্কিন ইউরোপীয় মিত্র জার্মানি বলেছে, ওয়াশিংটনের কথিত এ প্রমাণ ইরানকে দায়ী করার জন্য যথেষ্ট নয়। রাশিয়াও বলেছে, ওই হামলার জন্য তড়িঘড়ি করে কাউকে দায়ী করা ঠিক হবে না। এ ছাড়া, জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের ইরান সফরের একই সময়ে এ হামলাকে তেহরান রহস্যজনক বলে উল্লেখ করেছে।

 


আরো সংবাদ



premium cement
গলাচিপায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে ৩টি সংগঠনের নেতৃত্বে মানববন্ধন থাইল্যান্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা ছেলে হারা মা সাথিয়ার কান্না যেন থামছেই না বৃষ্টির জন্য নারায়ণগঞ্জে ইস্তিস্কার নামাজ আদায় প্রবাসী স্ত্রী থেকে প্রতারণার মাধ্যেমে দেড় লাখ টাকা চাঁদা আদায়, ছাত্রলীগ নেতাকে শোকজ কক্সবাজারে রোহিঙ্গা ভোটারের তালিকা চান হাইকোর্ট আশ্রয় নিলেন মিয়ানমারের আরো ৪৬ বিজিপি সদস্য উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবককে কুপিয়ে হত্যা কক্সবাজারে ট্রেন লাইনচ্যুত, যোগাযোগ বন্ধ গাজার অর্ধেক জনসংখ্যা ‘অনাহারে’ : জাতিসঙ্ঘ বেড়াতে নিয়ে প্রেমিকাকে শ্বাসরোধ করে হত্যা

সকল