২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে হস্তান্তরে শুনানি ফেব্রুয়ারিতে

-

সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে বহিঃসমর্পণ করা হবে কি না সেবিষয়ক পূর্ণাঙ্গ শুনানি আগামী বছরের ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে। শুক্রবার লন্ডনের একটি আদালতের বিচারক এমা আরবাথনট আগামী বছরের ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকে শুনানি শুরুর দিন ঠিক করে দেন।
৪৭ বছর বয়সী অ্যাসাঞ্জের বিরুদ্ধে মার্কিন কৌঁসুলিরা গুপ্তচর আইন লঙ্ঘন ও সরকারি কম্পিউটারে আড়িপাতাসহ ১৮টি অভিযোগ এনেছে। দোষী প্রমাণিত হলে উইকিলিকস প্রতিষ্ঠাতাকে কয়েক দশক কারাগারে কাটাতে হতে পারে। শুক্রবার লন্ডনের একটি কারাগার থেকে ভিডিওলিংকের মাধ্যমে আদালতে হাজিরা দেন অ্যাসাঞ্জ। তার পরনে ছিল ধূসর টি-শার্ট; চোখে কালো ফ্রেমের চশমা। ওয়েস্টমিনস্টার আদালতে অ্যাসাঞ্জ অভিযোগ করেছেন, ‘যুক্তরাষ্ট্রের সরকার গণমাধ্যমকে ভুলপথে পরিচালিত করার চেষ্টা করছে।’
মার্কিন সরকারের প্রতিনিধিত্ব করা আইনজীবী বেন ব্রেন্ডন এদিন উইকিলিকস প্রতিষ্ঠাতার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা নেটওয়ার্কের পাসওয়ার্ড ভেঙে মূল্যবান তথ্যে হানা দেয়াসহ বিভিন্ন অভিযোগের সারসংক্ষেপ পড়ে শোনান। নিজেকে নির্দোষ দাবি করে দুনিয়াজুড়ে ‘হুইসেলব্লোয়ার’ খ্যাত অ্যাসাঞ্জ বলেন, ‘আমি কোনো কিছুই হ্যাক করিনি।’
২০১০ সালে তার প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের লাখ লাখ কূটনৈতিক ও সামরিক নথি ফাঁস করে দিয়ে বিশ্বজুড়ে হইচই ফেলে দিয়েছিল। এভাবে তথ্য উন্মোচিত হয়ে পড়ায় বিভিন্ন দেশে কাজ করা মার্কিন কর্মকর্তাদের জীবন বিপন্ন হয়ে পড়ে বলে অভিযোগ ওয়াশিংটনের। তবে অ্যাসাঞ্জ সমর্থকদের মতে, উইকিলিকস ওই গোপন নথিগুলো প্রকাশ করে আধুনিক রাষ্ট্রে ক্ষমতার অপব্যবহারের স্বরূপ উন্মোচিত করেছে। এ ফাঁসের ঘটনাকে মত প্রকাশের ইতিহাসে সবচেয়ে বড় ঘটনা হিসেবেও চিহ্নিত করছে তারা।

 


আরো সংবাদ



premium cement