২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

ভারতজুড়ে চিকিৎসক ধর্মঘট কাল

-

ভারতের কলকাতায় এনআরএস মেডিক্যাল কলেজে চিকিৎসক নিগ্রহের প্রতিবাদে আগামীকাল সোমবার ভারতজুড়ে ধর্মঘটের ডাক দিলো ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)। একমাত্র জরুরি বিভাগ ছাড়া ওই দিন হাসপাতালগুলোতে সব ধরনের চিকিৎসা সেবা বন্ধ থাকবে বলে জানিয়েছে চিকিৎসদের সব চেয়ে বড় এ সংগঠনটি। একই সাথে গতকাল শনি ও আজ রোববার ভারতজুড়ে প্রতিবাদ কর্মসূচিও পালন করার ঘোষণা দেয়া হয়। কলকাতার ঘটনায় চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে নতুন আইন করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছেও দাবি জানিয়েছেন আইএমএ নেতারা।
হাসপাতাল চত্বরকে ‘সেফ জোন’ হিসেবে চিহ্নিত করারও দাবি করেছে সংগঠনটি। সন্ধ্যায় দিল্লির রেসিডেন্ট ডাক্তারদের সংগঠন জানিয়েছে, শনিবারও রাজধানীর ১৪টি সরকারি হাসপাতালে ধর্মঘট পালিত হয়। শনিবার থেকে পশ্চিমে মুম্বাই, দক্ষিণে তিরুঅনন্তপুরম থেকে উত্তরে হৃষীকেশ কার্যত গোটা ভারতের চিকিৎসকেরা কলকাতার ঘটনার প্রতিবাদ জানিয়ে রাস্তায় নামেন।
বিভিন্ন শহরে এ দিন কর্মবিরতি পালন করেন তারা। রাজধানীর দু’টি সরকারি হাসপাতাল এমস ও সফরদরজঙ্গ হাসপাতালে এ দিন বেশির ভাগ চিকিৎসক কাজে যোগ দেননি। যদিও পরে জানানো হয়, জরুরি বিভাগসহ আরো কিছু গুরুত্বপূর্ণ বিভাগ এ দিন খোলা ছিল। ওই হাসপাতালের দুই হাজারের কাছাকাছি চিকিৎসক ও চিকিৎসা কর্মী অবস্থান কর্মসূচিতে যোগ দিয়েছিলেন। বাকিরা নিয়মমাফিকই কাজ করেছেন। পরে দু’টি হাসপাতালের ডাক্তারদের একটি প্রতিনিধিদল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনের সাথে দেখা করেন।


আরো সংবাদ



premium cement