১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

শ্রীলঙ্কা থেকে আইএস আসার খবরে কেরালা উপকূলে সতর্কতা

-

শ্রীলঙ্কা থেকে আইএসের ১৫ সদস্য একটি নৌকা নিয়ে ভারত অভিমুখে রওনা দিয়েছেÑ এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারতের কেরালা উপকূলজুড়ে জারি করা হয়েছে কড়া সতর্কতা। গোটা উপকূলের নিরাপত্তা বাহিনীকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে। কোস্টাল পুলিশকে নজরদারি রাখতে তার প্রধানকে নির্দেশ দেয়া হয়েছে।
পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘এরকম সতর্কতার ঘটনা খুব স্বাভাবিক। কিন্তু এবার আমরা খুব নির্দিষ্টভাবে তথ্য পেয়েছি যে কতজন আইএস সদস্য ভারত অভিমুখে রওনা দিয়েছে। আমরা কোস্টাল পুলিশের প্রধানসহ বিভিন্ন স্টেশনকে এ বিষয়ে সতর্ক করে দিয়েছি। সমুদ্রে কোনো সন্দেহজনক নৌকা কিংবা জাহাজ দেখা গেলে তাতে নজর রাখার নির্দেশ দেয়া হয়েছে।’
কোস্টাল পুলিশ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২৩ মে থেকেই তারা উচ্চ সতর্কতায় রয়েছে। কেননা সেদিন শ্রীলঙ্কার পক্ষ থেকে আইএসের ভারতের প্রবেশের উদ্দেশে রওনা হওয়া খবর জানানো হয়। কোস্টাল পুলিশের বিভিন্ন সূত্র বলছে, ‘যখন শ্রীলঙ্কায় ভয়াবহ বোমা হামলার ঘটনাটি ঘটল তখন থেকেই আমরা সতর্ক রয়েছি। তা ছাড়া আমরা সমুদ্রে যেসব মাছ ধরা ট্রলারকে ঘোরাঘুরি করতে দেখব তার মধ্যে কোনোটির গতিবিধি যদি সন্দেহজনক মনে হয় তাহলে তা জব্দ করার জন্য নির্দেশনা পেয়েছি।’
শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলার পর থেকে কেরালা প্রদেশে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে। বিশেষ করে দেশটির জাতীয় তদন্ত সংস্থা (আইএনএ) যখন থেকে তথ্য পায় যে কেরালায় হামলা করার পরিকল্পনা করছে আইএস। কেননা দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা থেকে সমুদ্র উপকূলে সবচেয়ে কাছাকাছি অবস্থানে রয়েছে ভারতের কেরালা প্রদেশ।
ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো বলছে, কেরালা থেকে অনেক মানুষ আইএসের সাথে সংশ্লিষ্ট। গত ২১ এপ্রিল খ্রিষ্টানদের ইস্টার সানডে উদযাপন চলাকালে সাতটি ভিন্ন স্থানে সিরিজ বোমা হামলার ঘটনায় আড়াই শতাধিক মানুষ নিহত হয়। আইএস সেই হামলার দায় স্বীকার করেছে।

 


আরো সংবাদ



premium cement
তীব্র তাপপ্রবাহে বাড়ছে ডায়রিয়া হিটস্ট্রোক মাছ-ডাল-ভাতের অভাব নেই, মানুষের চাহিদা এখন মাংস : প্রধানমন্ত্রী মৌসুমের শুরুতেই আলু নিয়ে হুলস্থূল মধ্যস্বত্বভোগীদের কারণে মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এত শক্তি প্রয়োগের বিষয়টি বুঝতে পারেনি ইসরাইল রাখাইনে তুমুল যুদ্ধ : মর্টার শেলে প্রকম্পিত সীমান্ত বিএনপির কৌশল বুঝতে চায় ব্রিটেন ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট আজ নিষেধাজ্ঞার কারণে মিয়ানমারের সাথে সম্পৃক্ততায় ঝুঁকি রয়েছে : সেনাপ্রধান নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা চালাচ্ছে বিএনপি : কাদের রৌমারীতে বড়াইবাড়ী সীমান্তযুদ্ধ দিবস পালিত

সকল