১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

নাইজেরিয়ায় জনতার ভিড়ে গাড়ি : নিহত ১০

-

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে ইস্টার সানডের শোভাযাত্রা চলাকালে এক পুলিশ সদস্য দ্রুতগতিতে তার গাড়িটি জনতার ভিড়ের মধ্যে চালিয়ে দিলে ১০ জন নিহত ও ৩০ জন আহত হয়। পরে বিক্ষুব্ধ জনতা ওই পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র সোমবার একথা জানায়।
রাজ্য পুলিশের নারী মুখপাত্র ম্যারি মল্লুম জানান, গোম্বে রাজ্যে রোববার ইস্টার সানডে পালনকালে ওই পুলিশ সদস্য এ ভয়াবহ ঘটনা ঘটায়। এ সময় তার ডিউটি ছিল না। মাল্লুম বলেন, এ ঘটনায় ‘মোট ১০ জন নিহত হয়েছে। এদের মধ্যে ওই পুলিশ সদস্য ও তার সাথে থাকা আধা-সামরিক বাহিনীর এক সদস্য রয়েছে।’
তিনি বলেন, ‘আমরা জেনেছি এ হামলা চালানোর সময় ওই পুলিশ সদস্য ও তার বন্ধু ইউনিফর্ম পরা ছিল না। হামলার পর বিক্ষুব্ধ জনতার পিটুনিতে তারা নিহত হয়।’ মল্লুম বলেন, এ মর্মান্তিক হামলায় আরো ৩০ শিশু আহত হয়। তারা বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে।


আরো সংবাদ



premium cement