২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

কঙ্গোয় নৌকাডুবে ১৫০ জন নিখোঁজ

-

ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর পূর্বাঞ্চলীয় একটি হ্রদে একটি নৌকাডুবির পর প্রায় দেড়শ’ লোক নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট ফিলিক্স শিসেকেডি এ কথা জানান।
প্রেসিডেন্ট দফতরের টুইটার অ্যাকাউন্টে শিসেকেডি বলেন, ‘কিভু হ্রদে ১৫ এপ্রিল (সোমবার) একটি পিরোগউক (স্থানীয় নৌকা) ডুবে যাওয়ার ঘটনায় আমি অত্যন্ত মর্মাহত। এ ঘটনায় প্রাথমিকভাবে ১৫০ জন নিখোঁজ রয়েছেন।’
দক্ষিণ কিভু প্রদেশের স্থানীয় কর্মী ডেলফিন এমবিরিমবি জানিয়েছেন, নৌকাটি উত্তর কিভু প্রদেশ থেকে রওনা হওয়ার পর কালেহে এলাকার কাছাকাছি এসে ডুবে যায়। তিনি জানান, তিনটি লাশ ও ৩৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং আরো দেড়শ’ যাত্রী নিখোঁজ রয়েছেন। পরিস্থিতির ওপর কড়া নজর রাখার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট শিসেকেডি। ঘটনার জন্য দায়ীদের শনাক্ত করে শাস্তির ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন তিনি। বিশাল বনাচ্ছাদিত কঙ্গোয় প্রধান শহরগুলোর বাইরে সড়কের সংখ্যা অল্প। এখানে নৌকায় অতিরিক্ত যাত্রী ও মাল বোঝাই করার কারণে প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে।


আরো সংবাদ



premium cement