২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

ইরানের পার্লামেন্টে বিল পাস মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের সন্ত্রাসী ঘোষণা

-

ইরানের পার্লামেন্ট সদস্যরা মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিতে একটি বিলের ওপর ভোট দিয়েছেন। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে মার্কিন ঘোষণার কার্যকর হওয়ার এক দিন পর মঙ্গলবার ইরানের পার্লামেন্টে এ বিল পাস হয়।
এ সময় পার্লামেন্টে অনুষ্ঠিত এক বিতর্কে অনেক আইনপ্রণেতা পুরো মার্কিন সেনা ও নিরাপত্তা বাহিনীকেই সন্ত্রাসী বলে ঘোষণার দাবি জানান। মঙ্গলবার মার্কিন বাহিনীর সন্ত্রাসী কর্মতৎপরতার কঠোর জবাব দিতে সরকারকে কর্তৃত্ব দিতেই মূলত প্রতিরক্ষামন্ত্রী জেনারেল আমির হাতামি এ বিলটি পার্লামেন্টে উপস্থাপন করেন। এর ফলে কোনো ধরনের ঝামেলা ছাড়াই মার্কিন সরকারের যেকোনো উদ্যোগকে থামিয়ে দিতে আইনগত, রাজনৈতিক ও কূটনৈতিক পদক্ষেপ নিতে পারবে ইরান সরকার। তবে ইরান পার্লামেন্টে পাস হওয়া এ আইন কিভাবে কার্যকর করা হবে, সে সম্পর্কে কোনো ধারণা দেয়া হয়নি। ২০৪ আইনপ্রণেতা বিলের পক্ষে ভোট দিয়েছেন। দুইজন ভোট দিয়েছেন বিপক্ষে, আর একজন ভোটদানে বিরত ছিলেন। হাতামি আইনপ্রণেতাদের লক্ষ্য করে বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের দীর্ঘস্থায়ী নিষেধাজ্ঞা পুরোপুরি অকার্যকর বলে প্রমাণিত হয়েছে। সেই সাথে মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাবকে বিনষ্ট করে দেয়ার জন্যই যুক্তরাষ্ট্র ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা বর্তমানে ইরাক, সিরিয়া, লেবানন ও ইয়েমেনে সক্রিয় রয়েছে।


আরো সংবাদ



premium cement