২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

ইয়েমেনে ফের সৌদি জোটের বিমান হামলা

-

ইয়েমেনের রাজধানী সানায় নতুন করে বিমান হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। হামলার লক্ষ্যবস্তু থেকে বাদ পড়েনি আল দাইলামি বিমান ঘাঁটিও। আল আরাবিয়া টেলিভিশনের বরাত দিয়ে শনিবার এ খবর জানান হয়েছে। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম তবে এতে হামলার ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো সংখ্যা উল্লেখ করা হয়নি।
এর আগে ইয়েমেনের প্রধান বন্দর হুদাইদাহ জাতিসঙ্ঘের মধ্যস্থতায় একটি শান্তি চুক্তির যে উদ্যোগ নেয়া হয়েছিল তাতে প্রতিবন্ধকতা তৈরির জন্য ইরান সমর্থিত শিয়াপন্থী হাউছি বিদ্রোহীদের দায়ী করেছে যুক্তরাষ্ট্র। ইয়েমেনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বলেছেন, হাউছিদের কাছে থাকা অস্ত্র এ অঞ্চলের অন্য দেশগুলোর জন্যও হুমকিস্বরূপ।
২০১৫ সালে ইয়েমেনের প্রেসিডেন্ট মনসুর হাদিকে উচ্ছেদ করে রাজধানী সানা দখলে নেয় ইরান সমর্থিত হাউছি বিদ্রোহীরা। সৌদি আরবের রাজধানী রিয়াদে পালিয়ে যান হাদি। ২০১৫ সালের মার্চে হাউছি বিদ্রোহীদের বিরুদ্ধে মিত্রদের নিয়ে যুক্তরাষ্ট্রের সহায়তায় সামরিক অভিযান শুরু করে সৌদি আরব।

 


আরো সংবাদ



premium cement