১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`

বিশ্বব্যাপী ইসলামবিদ্বেষ ঠেকাতে প্রয়োজন মুসলিম ঐক্য : মাহাথির

-

মালয়েশিয়ার উন্নয়নে মাহাথির মোহাম্মদের কীর্তির অনুসরণ করবে পাকিস্তান সরকার। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান গতকাল মাহাথিরের সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন। তিনি বলেন, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের সরকার দুর্নীতি নির্মূল করাকে গুরুত্ব দিচ্ছে এবং এ ক্ষেত্রে মালয়েশিয়া তাদের জন্য একটি বড় অনুপ্রেরণা হয়ে রয়েছে।
মাহাথির বলেন, এটা দুঃখজনক যে, কোনো একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র প্রকৃতপক্ষে উন্নত রাষ্ট্রে পরিণত হতে পারেনি। মালয়েশিয়া ২০২০ সাল নাগাদ উন্নত জাতি হয়ে উঠার লক্ষ্য নির্ধারণ করেছিল। কিন্তু দুর্নীতির কারণে আমাদের সেই লক্ষ্যমাত্রা ২০২৫ সাল পর্যন্ত পিছিয়ে গেছে।
বিশ্বব্যাপী ইসলামভীতি ও ইসলামবিদ্বেষের ক্রমবর্ধমান বৃদ্ধি ঠেকাতে মুসলিম জাতির ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে মাহাথির বলেন, ‘আমি লক্ষ্য করেছি যে মুসলমানদের প্রতি ভীতি-বিদ্বেষ-শত্রুতা রয়েছে। নিউজিল্যান্ডে সাম্প্রতিক সন্ত্রাসী হামলায় পাকিস্তানের ৯ জন এবং মালয়েশিয়ার তিনজন নাগরিক নিহত হয়েছেন। এই হত্যাকাণ্ড মুসলমানদের প্রতি ঘৃণা পোষণের কারণে ঘটেছে।’
ইমরান খান বলেন, তার সরকার এ মুহূর্তে পাকিস্তান থেকে দুর্নীতি দূর করার চেষ্টায় রয়েছে। তিনি বলেন, আমি পুরোপুরি বিশ্বাস করি, আমাদের দেশ গরিব নয়। কিন্তু দুর্নীতির কারণে আমাদের সংস্থাগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। আর এর নেতিবাচক প্রভাব পড়ছে মানব উন্নয়নের ক্ষেত্রেও। আমার দল দীর্ঘ ২২ বছর ধরে এ দুর্নীতির বিরুদ্ধে প্রচারণা চালিয়ে আসছিল। আজ আমরা এর বিরুদ্ধে আরো শক্ত অবস্থানে আসতে সক্ষম হয়েছি।
এরপর ইমরান মাহাথিরকে মঞ্চে আসন গ্রহণের জন্য আমন্ত্রণ জানান। মাহাথির পাকিস্তান দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে পেরে আনন্দ প্রকাশ করেন এবং তাকে আমন্ত্রণ জানানোর জন্য পাকিস্তানকে ধন্যবাদ জানান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, আমরা পাকিস্তান, মালয়েশিয়া এবং বৃহত্তর মুসলিম বিশ্বের স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দ্বিপক্ষীয় আলোচনা করছি। আমরা পাকিস্তানের সাথে আমাদের অর্থনৈতিক সম্পর্ক উন্নত করার উপায় নিয়ে আলোচনা করেছি এবং এতে সন্দেহ নেই যে উভয় দেশই বর্ধিত বাণিজ্য থেকে উপকৃত হবে। আমরা সরাসরি বিদেশী বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছি এবং পাকিস্তান ও মালয়েশিয়ার বাণিজ্য বৃদ্ধিতে আরো যেসব পদক্ষেপ নিতে পারে তা তুলে ধরেছি। এ জন্য অভিন্ন আইন করতে হবে যা থেকে বিশেষভাবে উভয় দেশই সুফল পাবে।’
দুর্নীতির বিষয়ে আক্ষেপ করে মাহাথির বলেন, মালয়েশিয়াও দুর্নীতির কারণে খুব উদ্বিগ্ন। তিনি বললেন, কোনো দেশই দরিদ্র নয়। কিন্তু দুর্নীতির কারণে দেশগুলো দরিদ্র থেকে বের হতে পারছে না। এই কারণেই আমরা পূর্ববর্তী সরকারের অধীনে ব্যাপক দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের প্রতিশ্রুতি দিয়ে ফের ক্ষমতায় এসেছি।’

 


আরো সংবাদ



premium cement