১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

টুইটারে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডাকে হত্যার হুমকি

-

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্নকে সামাজিক যোগাযোগমাধ্যমে হত্যার হুমকি দেয়া হয়েছে। জাসিন্ডাকে উদ্দেশ করে দেয়া টুইটার পোস্টে এ হুমকি দেয়া হয়। এ হুমকি নিয়ে তদন্ত করছে নিউজিল্যান্ড পুলিশ। এরই মধ্যে ওই টুইটার অ্যাকাউন্টটি বন্ধ করে দেয়া হয়েছে। গত ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুইটি মসজিদে হামলায় ৫০ জন নিহত হওয়ার পর মুসলিমদের প্রতি সহমর্মিতা ও ঐক্য প্রকাশের জন্য ব্যাপকভাবে প্রশংসিত হয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী। হামলার পরপরই একে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে অভিহিত করেন তিনি। শপথ নিয়েছেন হামলাকারীর নাম কখনো মুখে না আনার। হামলায় হতাহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মাথায় হিজাব পরতেও দেখা গেছে তাকে। এবার সে জাসিন্ডাকেই হত্যার হুমকি দিয়ে টুইটারে পোস্ট দেয়া হয়েছে।
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে দেয়া টুইটার পোস্টে একটি বন্দুকের ছবি যুক্ত করে লেখা হয় ‘এরপর আপনি’। দ্বিতীয় একটি পোস্টে জাসিন্ডার পাশাপাশি পুলিশকে হুমকি দিয়ে বলা হয় ‘এরপর আপনারা’। ওই পোস্টেও একই রকমের বন্দুকের ছবি যুক্ত করে দেয়া হয়।
নিউজিল্যান্ডের স্থানীয় সময় ২২ মার্চ বিকেল ৪টার আগেই ওই টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেয়া হয়েছে।
নিউজিল্যান্ড হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়, টুইটার অ্যাকাউন্টটি বন্ধ করে দেয়ার ৪৮ ঘণ্টা আগে ওই হুমকিমূলক পোস্ট দেয়া হয়েছিল। পরে বেশ কয়েকজন ব্যক্তি পুলিশকে সে পোস্টের ব্যাপারে অবহিত করে। বন্ধ করে দেয়া ওই টুইটার অ্যাকাউন্টটিতে মুসলিমবিরোধী ও শ্বেতাঙ্গ আধিপত্যবাদী বিদ্বেষমূলক বক্তব্য ছিল।
পুলিশের এক মুখপাত্র নিউজিল্যান্ড হেরাল্ডকে বলেন, ‘টুইটারে দেয়া ওই মন্তব্যের ব্যাপারে পুলিশ অবগত আছে এবং এ ব্যাপারে তদন্ত চলছে।’

 

 


আরো সংবাদ



premium cement
ফরিদপুরের গণপিটুনিতে নিহত ২ নির্মাণশ্রমিক জাতিসঙ্ঘে ফিলিস্তিনি সদস্যপদ লাভের প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো তীব্র তাপপ্রবাহে বাড়ছে ডায়রিয়া হিটস্ট্রোক মাছ-ডাল-ভাতের অভাব নেই, মানুষের চাহিদা এখন মাংস : প্রধানমন্ত্রী মৌসুমের শুরুতেই আলু নিয়ে হুলস্থূল মধ্যস্বত্বভোগীদের কারণে মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এত শক্তি প্রয়োগের বিষয়টি বুঝতে পারেনি ইসরাইল রাখাইনে তুমুল যুদ্ধ : মর্টার শেলে প্রকম্পিত সীমান্ত বিএনপির কৌশল বুঝতে চায় ব্রিটেন ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট আজ নিষেধাজ্ঞার কারণে মিয়ানমারের সাথে সম্পৃক্ততায় ঝুঁকি রয়েছে : সেনাপ্রধান

সকল