২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

ভেনিজুয়েলার পরে ট্রাম্পের টার্গেট নিকারাগুয়া

-

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন নিকারাগুয়ান প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগাকে টার্গেট করেছেন। মধ্য আমেরিকান দেশটিতে শিগগিরই ওয়াশিংটনের সমর্থিত শাসন প্রতিষ্ঠিত হতে চলেছে বলে তিনি আভাস দিয়েছেন।
ল্যাটিন আমেরিকায় প্রতিপক্ষ দেশগুলোর বিরুদ্ধে ওয়াশিংটনের ভয় প্রদর্শনের ধারাবাহিকতায় এক টুইটে বোল্টন বলেন, ‘২০১৮ সালের বিক্ষোভে ভূমিকা রাখার কারণে খামারিদের তিন নেতাকে আটক করে ৫৫০ বছরের কারাদণ্ড দিয়েছে ওর্তেগা সরকার। প্রতিবাদকারীদের মধ্যকার ৩০০ জন সক্রিয় কর্মীকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ওর্তেগার পুলিশ বাহিনী। ট্রাম্প সোমবার বলেন, ওর্তেগার দিন গণনা করা শুরু হয়েছে এবং নিকারাগুয়ান মানুষ শিগগিরই মুক্ত হবে।
ভেনিজুয়েলা, নিকারাগুয়া এবং কিউবায় রাষ্ট্রক্ষমতায় সমাজতান্ত্রিক সরকার। ট্রাম্প সিদ্ধান্ত নিয়েছেন একের পর এক এই তিন সরকারকে ক্ষমতাচ্যুত করার। ল্যাটিন আমেরিকার সরকারগুলোর বিরুদ্ধে শুরু হওয়া বিক্ষোভের পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত রয়েছে। গত নভেম্বরে বোল্টন এ দেশগুলোকে ‘তিন স্বৈরাচারতন্ত্র’ বলে আখ্যায়িত করেন।
মিয়ামির ফ্রিডম টাওয়ারে দেয়া এক ভাষণে বোল্টন বলেন, ‘স্বৈরতন্ত্র শাসিত এই তিনটি দেশ হাভানা থেকে কারাকাস হয়ে ম্যানাগুয়া পর্যন্ত সন্ত্রাসের ত্রিমুখী বিস্তৃতি ঘটিয়েছে। এতে মানবিক দুর্দশা ও আঞ্চলিক অস্থিতিশীলতা ব্যাপক বৃদ্ধি পেয়েছে এবং তারা পশ্চিম গোলার্ধে নোংরা সমাজতন্ত্রের উৎপত্তি ও লালন করছে। যুক্তরাষ্ট্র তিন মাসের মধ্যে এর প্রতিটির পতন দেখার অপেক্ষায় আছে। তিন দেশের স্বৈরাচার চক্রটি হতাশ হবে।’
ওয়াশিংটন ও কারাকাসের মধ্যে উত্তেজনা বেড়েই চলছে। মার্কিন যুক্তরাষ্ট্র আক্রমণ চালানোর চক্রান্ত করছে বলে দীর্ঘ দিন ধরে অভিযোগ করে আসছেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তাকে উৎখাতের চক্রান্ত করার জন্য বোল্টনকে অভিযুক্ত করেছেন তিনি।
তিনি অভিযোগ করেন যে খারাপ উদ্দেশ্যে ওয়াশিংটন প্রতিবেশী কলোম্বিয়াতে ৭৩৪ জন ভাড়াটে সেনাদের প্রশিক্ষণ দিয়েছে। এই মাসের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনিজুয়েলায় সামরিক হস্তক্ষেপের হুমকি পুনর্ব্যাক্ত করেছেন।
ভেনিজুয়েলার নেতা ১০ জানুয়ারিতে দ্বিতীয়বারের মতো ছয় বছরের মেয়াদ শুরু করেন, মে মাসে নির্বাচনে তিনি জয়লাভ করেন। বিরোধী দল নির্বাচন বয়কট করেছিল। কলম্বিয়া ও ব্রাজিলসহ ল্যাটিন আমেরিকার ১২টি দেশ এই নির্বাচন প্রত্যাখ্যান করে। গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মাদুরোকে উৎখাত করার জন্য মার্কিন প্রচারণা চলাকালে ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট জুয়ান গুইদো ২৩ জানুয়ারি নিজেকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণা করেন। যুক্তরাষ্ট্র ও ইউরোপের অনেক দেশ গুইদোকে সমর্থন করেছে। তবে রাশিয়া ও চীনসহ অনেক দেশ মাদুরোর প্রতি সমর্থন জানিয়েছে।
ভেনিজুয়েলাকে চীন-রাশিয়ার সমর্থন
সম্ভাব্য মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে ভেনিজুয়েলার প্রতি সমর্থন দিয়েছে চীন ও রাশিয়া। ভেনিজুয়েলার বিরোধীদল শনিবার দেশের ভেতরে মার্কিন সহায়তা গ্রহণের জন্য যখন শক্তি প্রদর্শনের পরিকল্পনা করেছে তখন মস্কো ও বেইজিংয়ের পক্ষ থেকে এ সমর্থন ব্যক্ত করা হলো।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গতকাল বলেছেন, জোর করে কথিত মানবিক সহায়তা ভেনিজুয়েলাকে গ্রহণে বাধ্য করা উচিত হবে না। এতে দেশটিতে সহিংসতা ছড়িয়ে পড়বে যার পরিণতি ভালো হবে না; এটা কেউ দেখতেও চায় না। তিনি বলেন, ভেনিজুয়েলার সরকার বড় ধরনের সহিংতা এড়াতে এ পর্যন্ত কার্যকরভাবে শান্ত থেকেছে।


আরো সংবাদ



premium cement
বাবার বাড়িতে বেড়াতে যাওয়ায় স্ত্রীর ২৭ স্থানে স্বামীর ধারালো অস্ত্রের আঘাত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ১২ উপজেলায় মানববন্ধন রোববারই খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, শনিবার ক্লাসসহ ৪ নির্দেশনা ময়মনসিংহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী বাস্তবায়নের আহ্বান ৩ গণকবরে ৩৯২ লাশ, ২০ ফিলিস্তিনিকে জীবন্ত কবর দিয়েছে ইসরাইল! মৌলভীবাজারে বিএনপি ও যুবদল নেতাসহ ১৪ জন কারাগারে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট কারীদের চিহ্নিতকরণ ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ১২ দলীয় জোটের কলিং ভিসায় প্রতারণার শিকার হয়ে দেশে ফেরার সময় মারা গেল মালয়েশিয়া প্রবাসী নারায়ণগঞ্জ যুবদলের সদস্য সচিবকে আটকের অভিযোগ হাতিয়া-সন্দ্বীপ চ্যানেলে কার্গো জাহাজডুবি : একজন নিখোঁজ, ১১ জন উদ্ধার হঠাৎ অবসরের ঘোষণা পাকিস্তানের সাবেক অধিনায়কের

সকল