১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

সৌদি যুবরাজ এবার চীনে

-

পাকিস্তান ও ভারতের পর এবার চীন সফরে গেলেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। এশিয়ায় তার হাই প্রোফাইল সফরের অংশ হিসেবে এবার চীন গেলেন এমবিএস। দুই দিনের এই সফরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠক করবেন বিন সালমান। চীনে দুই দিনের সফর দিয়েই শেষ হবে তার এশিয়া সফর। সৌদি যুবরাজের এই সফরে চীনের সাথে জ্বালানি নিয়ে চুক্তি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আলজাজিরা বলেছে, এই মুহূর্তে চীনের কাছে সবচেয়ে বড় উদ্বেগের নাম জ্বালানি সঙ্কট। তারা চাইছে সৌদি আরবের সাথে ঘনিষ্ঠতা বাড়িয়ে এ সঙ্কট কাটাতে। এছাড়া বাণিজ্য ইস্যুতেও চুক্তি হতে পারে। বিশেষে করে চীনের হাজার কোটি ডলারে ওয়ান রোড ওয়ান বেল্ট প্রকল্পের সাথে যুক্ত হতে পারে সৌদি আরব।
এ বিষয়ে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকাবিষয়ক বিশ্লেষক আইহাম কামাল আলজাজিরাকে বলেন, রিয়াদ ও বেইজিংয়ের নেতৃত্ব এখন দুই দেশের সম্পর্কের কৌশলগত গুরুত্বের বিষয়টি উপলব্ধি করতে পারছে। বিশেষ করে জ্বালানি খাতে এবং অন্য বিষয়ে সহযোগিতা জোরদারে আগ্রহী উভয় পক্ষ।


আরো সংবাদ



premium cement