২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

কাশ্মির হামলায় নিহতদের শ্রদ্ধা জানালেন ভারতীয় নেতারা

-

কাশ্মিরে হামলায় নিহত ভারতের আধাসামরিক বাহিনী সিআরপিএফের ৪০ জনের বেশি জওয়ানের লাশ রাজধানী দিলিতে পৌঁছেছে। শুক্রবার সন্ধ্যায় দিল্লির পালাম বিমানবন্দরে জাতীয় পতাকায় মোড়ানো এসব জওয়ানের লাশ পৌঁছায়। সেখানেই ভারতের ক্ষমতাসীন, বিরোধী দল ও দিল্লি সরকারের নেতারা শ্রদ্ধা জানান।
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, বিমানবন্দরে শ্রদ্ধা জানানো ভারতীয় নেতাদের মধ্যে রয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, নির্মলা সিতারমন ছাড়াও কংগ্রেস প্রেসিডেন্ট রাহুল গান্ধী, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
বৃহস্পতিবার কাশ্মিরের পুলওয়ামা জেলায় আত্মঘাতী হামলায় ৪৬ জন সিআরপি জওয়ান নিহত হয়। নিষিদ্ধ ঘোষিত সংগঠন জয়েশ-এ-মোহাম্মদে হামলার দায় স্বীকার করেছে। শুক্রবার সন্ধ্যায় সি-১৩০ জে সুপার হারকিউলিস বিমানে করে রাজধানী দিল্লিতে নেয়া হয় লাশগুলো। পরে নিহত জওয়ানদের লাশ নিজ নিজ শহরে পাঠিয়ে দেয়া হয়।
দিল্লিতে শ্রদ্ধা নিবেদনে ভারতের রাজনৈতিক নেতারা ছাড়াও উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল বিপিন রাওয়াত, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল সুনিল লানবা ও বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল বিএস ধানোয়া।

 


আরো সংবাদ



premium cement