২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

উপসাগরীয় সঙ্কট নিরসনে আলোচনায় প্রস্তুত কাতার

-

চার আরব রাষ্ট্রের সাথে চলমান সঙ্কটের সমাধানে আলোচনার জন্য কাতার প্রস্তুত আছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। আফ্রিকান ইউনিয়ন কমিশনের চেয়ারম্যান মুসা ফাকির সাথে দোহায় যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন কাতারের পররাষ্ট্র মন্ত্রী মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিম আলে সানি।
কাতারের বিরুদ্ধে ২০১৭ সালে সৌদি নেতৃত্বাধীন চার দেশের আরোপিত অবরোধের জেরে উপসাগরীয় এ অঞ্চলে কূটনৈতিক সঙ্কট শুরু হয়। কাতারের পররাষ্ট্র মন্ত্রী বলেছেন, চলমান সঙ্কটের সমাধানে আলোচনার জন্য তার দেশ প্রস্তুত আছে; তবে এই আলোচনা হতে হবে কোনো শর্ত ছাড়াই।
তিনি বলেন, কোনো ধরনের পূর্ব শর্ত ছাড়া আলোচনায় বসার জন্য প্রস্তুত আছে কাতার। তবে আলোচনার উদ্দেশ্যে উভয়পক্ষকে একটি সমাধান খুঁজে বের করার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। এর আগে রোববার দোহায় মার্কিন পররাষ্ট্র মন্ত্রী মাইক পম্পেওর সাথে বৈঠক করেন কাতারের কর্মকর্তারা।

 


আরো সংবাদ



premium cement