২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

মালদ্বীপকে ১৪০ কোটি ডলার দেবে ভারত

-

মালদ্বীপকে ১৪০ কোটি ডলার আর্থিক সহযোগিতা দেবে ভারত। গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভারত সফররত মালদ্বীপের প্রেসিডেন্ট মুহাম্মদ ইব্রাহিম সালিহ। সংবাদ সম্মেলনে মোদি বলেন, মালদ্বীপের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের জন্য আমরা ১৪০ কোটি ডলার আর্থিক সহযোগিতা দেবো। এই সহযোগিতা বাজেটে সমর্থন, মুদ্রাবিনিময় চুক্তি ও লাইন অব ক্রেডিট হিসেবে দেয়া হবে।
সেপ্টেম্বরে মালদ্বীপের সাধারণ নির্বাচনে জয়ী হন সালিহ। প্রতিবেশী ভারতের সাথে সম্পর্কোন্নয়নের চেষ্টা করছেন তিনি। তার আগে দায়িত্ব পালন করা প্রেসিডেন্ট মালদ্বীপকে চীনের ঘনিষ্ঠ করে তুলেছিলেন। গত সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন সালিহ। বিরোধী জোটের প্রার্থী হিসেবে সাবেক প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিনকে পরাজিত করেন তিনি।

 


আরো সংবাদ



premium cement