২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

পদত্যাগ করছেন মার্কিন ভূমি ও খনিজসম্পদমন্ত্রী

-

ট্রাম্প প্রশাসনে একের পর এক পদত্যাগের হিড়িক পড়েছে। পদত্যাগের তালিকায় এবার যুক্ত হচ্ছেন মার্কিন ভূমি ও খনিজসম্পদমন্ত্রী রায়ান জিঙ্ক। শনিবার এক টুইট বার্তায় ডোনাল্ড ট্রাম্প চলতি বছরের শেষ দিকে রায়ান জিঙ্কের পদ ছাড়ার কথা নিশ্চিত করেছেন।
শনিবারের ওই টুইটে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘দুই বছর দায়িত্ব পালনের পর চলতি বছরের শেষে পদ ছাড়বেন ভূমি ও খনিজসম্পদমন্ত্রী রায়ান জিঙ্ক। তিনি তার মেয়াদকালে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। দেশের জন্য তার সেবার কারণে আমি তাকে ধন্যবাদ জানাতে চাই। আগামী সপ্তাহের মধ্যে নতুন ভূমি ও খনিজসম্পদমন্ত্রী নিয়োগ দেয়ার কথা জানিয়েছেন ট্রাম্প। রায়ান জিঙ্ক মন্টানা থেকে নির্বাচিত রিপাবলিকান সিনেটর ও মার্কিন নৌবাহিনীর সাবেক কর্মকর্তা। গত বছর মার্কিন ভূমি ও খনিজসম্পদমন্ত্রীর দায়িত্ব পান তিনি। তার বিরুদ্ধে অভিযোগ নিরাপত্তা ইস্যু, চার্টার্ড ফাইট ও একটি রিয়েল এস্টেট চুক্তিকে ব্যবহার করেছেন তিনি। এসব অভিযোগে তাকে একাধিকবার তদন্তেরও মুখোমুখি হতে হয়েছে। তবে ঠিক কী কারণে রায়ান জিঙ্ক পদ ছাড়ছেন এ বিষয়ে কিছু বলেননি ট্রাম্প।


আরো সংবাদ



premium cement