২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`
ট্রাম্পকে ইমরানের কড়া জবাব : রাষ্ট্রদূতকে তলব

আফগানিস্তানে নিজেদের ব্যর্থতার দায় পাকিস্তানের ওপর চাপাতে চায় যুক্তরাষ্ট্র

ডোনাল্ড ট্রাম্প ও ইমরান খান -

বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলার সহায়তার বিনিময়ে যুক্তরাষ্ট্রের জন্য পাকিস্তান কিছুই করেনি বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে অভিযেগে করেছেন, তার কড়া জবাব দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেছেন, ট্রাম্পের ভেবেচিন্তে কথা বলা উচিত। আফগানিস্তানে ব্যর্থতার জন্য পাকিস্তানকে দায়ী করছে যুক্তরাষ্ট্র। এ ছাড়া ট্রাম্পের অভিযোগের প্রতিবাদ জানাতে মার্কিন দূতকে পররাষ্ট্র দফতরে তলব করেছে পাকিস্তান।
ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে গতকাল মঙ্গলবার ডেকে পাঠায় পাকিস্তানের পররাষ্ট্র দফতর। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘পাকিস্তানের বিরুদ্ধে কোনো প্রমাণ ছাড়াই অযাচিত যেসব অভিযোগ করা হয়েছে তার ঘোর প্রতিবাদ জানাতেই মার্কিন উপরাষ্ট্রদূত পল জোনসকে তলব করেন পররাষ্ট্র সচিব।’
গত রোববার পাকিস্তানের প্রতি ক্ষোভ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি অভিযোগ করেন, প্রতি বছর আমরা পাকিস্তানকে বিলিয়ন ডলার সামরিক অর্থ সাহায্য দিয়ে আসছি। বিনিময়ে তারা তাদের দেশে আলকায়েদার নেতা বিন লাদেনকে আশ্রয় দিয়েছিল। ফক্স নিউজ সানডেতে একটি সাক্ষাৎকার দেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন, ওসামা বিন লাদেন কোথায় ছিলেন তা জানতেন প্রত্যেক পাকিস্তানি। যুক্তরাষ্ট্র তাদেরকে বছরে সহায়তা হিসেবে ১৩০ কোটি ডলার সহায়তা দিলেও তারা এ বিষয়ে কোনো কথা বলেনি। ট্রাম্প বলেন, পাকিস্তানিরা আমাদের জন্য কিছু করেননি। তারা আমাদের জন্য খারাপ কাজ করেছেন। তাই আমরা সহায়তা কর্তন করেছি। এ ছাড়া সোমবার তিনি টুইটে লিখেছেন, ‘আমরা পাকিস্তানকে শত শত কোটি ডলার সহায়তা দিয়েছি; কিন্তু তারা কখনোই আমাদেরকে বলেননি যে, বিন লাদেন পাকিস্তানে বসবাস করছিলেন। যত সব বোকা!’
ট্রাম্পের এমন অভিযোগের পর এর কড়া জবাব দিয়েছেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি এক টুইটে বলেছেন, ট্রাম্পের ভেবেচিন্তে কথা বলা উচিত। তিনি আরো বলেছেন, ২০১১ সালের ১১ সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলায় কোনো পাকিস্তানি জড়িত না থাকলেও ৭৫ হাজার পাকিস্তানি হতাহত হয়েছেন। দেশ ১২ হাজার ৩০০ কোটি ডলার ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্য দিকে যুক্তরাষ্ট্র সহায়তা বাবদ দিয়েছে মাত্র ২০০ কোটি ডলার, যা অতি নগণ্য। নিজেদের ব্যর্থতা ঢাকতে পাকিস্তানের ওপর দায় না চাপানোর জন্য ট্রাম্পের প্রতি আহ্বান জানান ইমরান খান।
ইমরান খান বলেন, সীমান্তবর্তী উপজাতি এলাকাগুলো বছরের পর বছর যুদ্ধে ধ্বংস করে দেয়া হয়েছে। লাখ লাখ মানুষ তাদের ভিটেবাড়ি থেকে উৎখাত হয়েছেন। এ ক্ষেত্রে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের যুদ্ধে কিভাবে পাকিস্তান লজিস্টিক সমর্থন দিয়ে গেছে তা তুলে ধরেন তিনি। গতকাল মঙ্গলবার মার্কিন দূতকে ডেকে ট্রাম্পের অভিযোগের কড়া প্রতিবাদ জানিয়েছে পাকিস্তান। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘পাকিস্তানের বিরুদ্ধে এমন ভিত্তিহীন অভিযোগ মেনে নেয়া যায় না। আমরা যুক্তরাষ্ট্রকে স্মরণ করিয়ে দিতে চাই যে, পাকিস্তানের দেয়া গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই প্রাথমিকভাবে ওসামা বিন লাদেনের অবস্থান শনাক্ত করা সম্ভব হয়েছিল।’
মঙ্গলবার এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্রসচিব তাহমিনা জানজুয়া বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে কোনো দেশই পাকিস্তানের মতো এত চড়া মূল্য দেয়নি। যুক্তরাষ্ট্রের নেতারাও অনেক ক্ষেত্রেই আলকায়েদা নেতাদের পাকড়াও করা এবং সন্ত্রাসের হুমকি দূর করতে পাকিস্তানের সহযোগিতার কথা স্বীকার করেছেন। পাকিস্তানের সক্রিয় সহযোগিতার কারণেই বহু শীর্ষ আলকায়েদা নেতা নিহত হয়েছেন কিংবা ধরা পড়েছেন। যুক্তরাষ্ট্রের সে কথা ভুলে গেলে চলবে না বলে মন্তব্য করেন তিনি।


আরো সংবাদ



premium cement
সিরাজগঞ্জে প্রাথমিক শিক্ষা অফিসের নৈশ প্রহরীর ঝুলন্ত লাশ উদ্ধার ৬ দাবিতে উত্তাল বুয়েট, ক্লাস-পরীক্ষা বর্জন মোরেলগঞ্জে মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে কিশোরের মৃত্যু আল-আকসায় কোনো ধরণের সহিংসতা ছাড়াই অনুষ্ঠিত হলো তৃতীয় জুমআর জামাত ‘পেশাগত স্বার্থে সাংবাদিকদের ঐক্যবব্ধ হতে হবে’ গাজাবাসীর প্রধান কথা- ‘আমাদের খাবার চাই’ অধিকার প্রতিষ্ঠায় দেশপ্রেমিক জনতার ঐক্যের বিকল্প নেই : ডা: শফিকুর রহমান সোনাগাজীতে জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পুরস্কার পেল ২২ কিশোর গফরগাঁওয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা : আমিনুল লিবিয়ায় নিয়ে সালথার যুবককে নির্যাতনের ঘটনায় মামলা, গ্রেফতার ১

সকল