১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫
`

আমাকে সরালে ব্রেক্সিট সহজ হবে না : থেরেসা

-

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে সমালোচকদের সতর্ক করে দিয়ে বলেছেন, তাকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দিলেই ব্রেক্সিট প্রক্রিয়া সহজ হয়ে যাবে না। বরং এতে আরো বিলম্ব হতে পারে। গত বুধবার মে ইউরোপীয় ইইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার (ব্রেক্সিট) খসড়া চুক্তি ঘোষণা করেন এবং মন্ত্রিসভায় তা অনুমোদনও পায়। কিন্তু কয়েক ঘণ্টা পরই পরিস্থিতি উল্টে যায়। ব্রেক্সিট চুক্তির প্রতিবাদে একের পর এক মন্ত্রী, প্রতিমন্ত্রী পদত্যাগ করতে থাকেন।
থেরেসার ব্রেক্সিট চুক্তি নিয়ে অসন্তোষের কারণে এমপিদের নতুন নেতৃত্বের দাবি জোরালো হতে থাকে। এরপরও থেরেসা নিজ অবস্থানে অনড় থেকে চুক্তিটির পক্ষ সমর্থন করে বলেন, এর আর কোনো বিকল্প নেই। রোববার স্কাই নিউজে এক সাক্ষাৎকারে থেরেসা বলেন, আগামী সপ্তাহটি যুক্তরাজ্যের ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর তাই তিনি এ থেকে বিচ্যুত হতে চান না। তাছাড়া ইইউ-যুক্তরাজ্যের ভবিষ্যৎ সম্পর্ক প্রশ্নে আলোচনায় অগ্রগতি টোরি এমপিদের বিদ্রোহও জয় করতে পারে বলে তিনি মন্তব্য করেন। প্রধানমন্ত্রিত্ব থেকে তাকে টেনে নামানোর জন্য যারা উঠে পড়ে লেগেছেন তাদের সতর্ক করে থেরেসা বলেন, ‘এতে ব্রেক্সিটে কোনো ফায়দা হবে না। ব্রেক্সিট আলোচনা সহজ হয়ে যাবে না, আর পার্লামেন্টের হিসাব-নিকাশও কোনো পরিবর্তন ঘটবে না।

 


আরো সংবাদ



premium cement