২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

অমৃতসরে গুরুদুয়ারায় গ্রেনেড হামলায় নিহত ৩ আহত ২০

-

ভারতের অমৃতসরের একটি গ্রামে শিখ উপসনালয় গুরুদুয়ারায় বিস্ফোরণে অন্তত তিনজন নিহত ও ২০ জন আহত হয়েছেন। গতকাল রোববার অমৃতসরের রাজাসাসি গ্রামের গুরুদুয়ারা নিরানকারি ভবনে এ ঘটনা ঘটে। ঊর্ধ্বতন কর্মকর্তা সুরিন্দের পাল সিং পারমার জানিয়েছেন, আহত ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, নিরানকারি ভবনে একটি ধর্মীয় অনুষ্ঠান চলার সময় মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি সেখানে একটি গ্রেনেড ছুড়ে মারে। এতে তিনজন নিহত ও বিশজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। হাতহাতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
কাশ্মিরে ২ স্বাধীনতাকামী নিহত
সিনহুয়া জানায়, ভারত অধিকৃত কাশ্মিরে ভারতীয় পুলিশ ও সৈন্যদের গুলিতে গতকাল রোববার দুই স্বাধীনতাকামী নিহত হয়েছে। ভারতের পুলিশ এ কথা জানিয়েছে। ইয়াওয়ার ওয়ানি ও নওয়াজ আহমদ নামে নিহত ওই দুই ব্যক্তি পুলওয়ামার বাটনুর এবং সোপিয়ানের রেববান এলাকার বাসিন্দা।
ভারত অধিকৃত কাশ্মিরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগর থেকে প্রায় ৭০ কিলোমিটার দক্ষিণে সোপিয়ান জেলার রেব্বান-জৈনরোপা গ্রামে ভোরবেলা এ ঘটনা ঘটে। সোপিয়ান পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘স্বাধীনতাকামীদের খবর পেয়ে সরকারি বাহিনী ভোরে অভিযান শুরু করে। তারা রেব্বান গ্রামকে চারদিক থেকে ঘিরে ফেলে। এরপর তাদের সন্ধানে অভিযান চালায়। তল্লাশি অভিযান চলার সময় গেরিলারা ভারতীয় নিরাপত্তা কর্মীদের ওপর গুলি চালালে উভয়পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ বেধে যায়।’ তিনি আরো বলেন, ‘এ সময় দুইজন নিহত হয়।
এ দিকে অন্য ঘটনায় গতকাল রোববার সোপিয়ান জেলার মেমানদার এলাকা থেকে অজ্ঞাত বন্দুকধারীরা সুহাইল আহমদ নামে এক তরুণকে অপহরণ করে নিয়ে গেছে। এর আগে সোপিয়ান জেলায় অজ্ঞাত বন্দুকধারী গেরিলারা দুই বেসামরিক তরুণকে হত্যা করায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত শুক্রবার ও শনিবার পরপর দুই তরুণের লাশ উদ্ধার হয়।
ঘূর্ণিঝড়ে মৃতের সংখ্যা ৩৩
এএফপি জানায়, ভারতের পূর্বাঞ্চলীয় উপকূলে আঘাত হানা ঘূর্ণিঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ জনে দাঁড়িয়েছে। কর্তৃপক্ষ শক্তিশালী এ ঝড়ে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা নির্ধারণের চেষ্টা চালাচ্ছে। রোববার দুর্যোগ কর্মকর্তা এ কথা জানান।
শুক্রবার এ উপকূলে আঘাত হানার পর ঘূর্ণিঝড় গাজা তামিলনাড়–র দিকে চলে যায়। ঘণ্টায় সর্বোচ্চ ১২০ কিলোমিটার বেগে এটি আঘাত হানে। ঝড়ের আঘাতে হাজার হাজার গাছপালা উপড়ে গেছে এবং বহু ঘরবাড়ি ধ্বংস হয়েছে।


আরো সংবাদ



premium cement
শ্যালকদের কোপে দুলাভাই খুন : গ্রেফতার ৩ তীব্র গরমে কী খাবেন আর কী খাবেন না এবার তালতলী উপজেলা আওয়ামী লীগ সভাপতির আপত্তিকর ভিডিও ভাইরাল বঙ্গবীর কাদের সিদ্দিকীকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে বললেন এমপি জয় পঞ্চপল্লীর ঘটনায় ন্যায়বিচারের স্বার্থে যা দরকার দ্রুততম সময়ের মধ্যে করার নির্দেশ সরকার ভিন্ন মত ও পথের মানুষদের ওপর নিষ্ঠুর দমন-পীড়ন চালাচ্ছে : মির্জা ফখরুল ধুনটে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু বাকৃবির এক্স রোটারেক্টরর্স ফোরামের বৃত্তি প্রদান অনুষ্ঠিত পাবনায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড, হিট স্ট্রোকে মৃত্যু ১ দাগনভুঞায় বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তির ঘটনায় আ’লীগ নেতাকে শোকজ দখলে থাকা ৪ গ্রাম আজারবাইজানকে ফিরিয়ে দেবে আর্মেনিয়া

সকল