২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

ইসরাইলকে স্বীকৃতি দেবে না পাকিস্তান

-

পাকিস্তানের প্রেসিডেন্ট ড. আরিফ আলভি বলেছেন, ইসরাইলকে স্বীকৃতি দেয়ার কোনো পরিকল্পনা পাকিস্তানের নেই। ইসলাম নিয়ে কটূক্তিকারীদের বিরুদ্ধে যে আইন আছে তার ২৯৫-সি ধারার কোনো পরিবর্তন হচ্ছে না বলেও জানিয়েছেন তিনি। এ আইনে এ রকম কোনো পরিবর্তনের কথা সরকার চিন্তাও করছে না।
গত শনিবার গভর্নর হাউজে আলেমদের একটি প্রতিনিধিদলের সাথে আলোচনাকালে তিনি এ কথা বলেন। দেশে সঙ্ঘাত, আগ্রাসন ও শান্তি ধ্বংস করতে মুসলিমদের পবিত্র ধর্মীয় বিশ্বাস যাতে অপব্যবহার করা না হয় তা নিশ্চিত করতে আলেমদের প্রতি আহ্বান জানান প্রেসিডেন্ট আলভি। এ সময় তিনি ফাইনালিটি অ্যান্ড অনার অব প্রফেটহুডকে (নামুসে রিসালা বা খতমে নবুওয়াত আইন) সুরক্ষা দেয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। প্রেসিডেন্ট আরো বলেন, মসজিদ ও মাদরাসার নিবন্ধন প্রক্রিয়া আরো সহজতর করা হবে এবং নিবন্ধনপ্রক্রিয়া দ্রুততার সাথে সম্পন্ন হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেনÑ আলেমদের প্রতিনিধি আল্লামা আইয়ুব সফদার। তিনি সরকারকে নিশ্চয়তা দিয়ে বলেন, দেশের শান্তি নিশ্চিত করতে এবং পাকিস্তানকে একটি পূর্ণাঙ্গ ইসলামি রাষ্ট্রে পরিণত করতে পুরো সহযোগিতা করে যাবেন আলেমরা।


আরো সংবাদ



premium cement