২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনের ডাক

কলম্বোয় শ্রীলঙ্কার পার্লামেন্টে গতকাল দ্বিতীয় দিনের মতো এমপিদের মধ্যে সহিংসতা অব্যাহত থাকায় স্পিকারের নিরাপত্তার জন্য সেখানে পুলিশ ডাকা হয়। দেশটির কোনো পক্ষই ছাড় দিতে নারাজ হওয়ায় সাংবিধানিক সঙ্কট নিরসনের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এ অবস্থায় দেশটির সাবেক প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী নিয়োগপ্রাপ্ত রাজাপাকসেকে পার্লামেন্ট কক্ষ ত্যাগ করতে দেখা যায় :এএফপি -

শ্রীলঙ্কায় আগাম প্রেসিডেন্ট নির্বাচনের ডাক দিয়েছেন দেশটির বরখাস্ত হওয়া প্রধানমন্ত্রী বিক্রমাসিংহে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী কলম্বোয় ইউনাইটেড ন্যাশনাল পার্টির (ইউএনপি) বিক্ষোভ সমাবেশে এ ডাক দেন তিনি। শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার ক্ষমতার সঙ্কট সৃষ্টি হয়েছে। পার্লামেন্টে তারই নিয়োগ দেয়া প্রধানমন্ত্রী মাহিন্দ রাজাপাকসেকে অনাস্থা ভোটে পরাজিত করেছেন রনিল বিক্রমাসিংহে। অনাস্থা ভোটের ২৪ ঘণ্টা না পেরোতেই আগাম প্রেসিডেন্ট নির্বাচনের ডাক দিলেন সাবেক প্রধানমন্ত্রী।
আগাম জাতীয় নির্বাচনেরও ডাক দিয়েছিলেন সিরিসেনা। এ দিন সকালে ‘প্রধানমন্ত্রী পদ’ নিয়ে পার্লামেন্টের ভেতরে হাতাহাতি, ফাইল চালাচালিতে জড়িয়ে পড়েন রাজাপাকসে ও বিক্রমাসিংহে দলের এমপিরা। এতে আহত হয়েছেন কয়েকজন। এক এমপিকে হাসপাতালে পাঠানো হয়েছে। লজ্জাজনক এ পরিস্থিতিতে ২১ নভেম্বর পর্যন্ত পার্লামেন্ট স্থগিত ঘোষণা করেন স্পিকার কারু জয়াসুরিয়া।


আরো সংবাদ



premium cement