২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

আফগান মাটিতে একজন মার্কিন সেনার উপস্থিতিও সহ্য করব না : তালেবান

-

আফগানিস্তানে একজন মার্কিন সেনার উপস্থিতিও সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তালেবান নেতা শের মুহাম্মদ আব্বাস স্ত্যানিকজাই। শুক্রবার মস্কোতে আফগানিস্তান বিষয়ক আন্তর্জাতিক শান্তি আলোচনায় তিনি বলেন, বহিরাক্রমণ থেকে দেশকে রক্ষা করাই তালেবানের প্রধান লক্ষ্য। পাল্টা হুঁশিয়ারি দিয়ে যুক্তরাষ্ট্র বলেছে, তালেবানকে কখনোই ক্ষমতায় ফিরতে দেবে না ওয়াশিংটন। এমন প্রেক্ষাপটে সব পক্ষের ঐকমত্যে রাজনৈতিক উপায়ে আফগান সঙ্কট নিরসনের আহ্বান জানিয়েছে রাশিয়া।
শুক্রবার দ্বিতীয়বারের মতো আফগানিস্তান বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করে রাশিয়া। মস্কোয় অনুষ্ঠিত সম্মেলনে যুক্তরাষ্ট্র, ইরান, চীন, পাকিস্তান, ভারতসহ বেশ কয়েকটি দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রথমবারের মতো এ ধরনের সম্মেলনে অংশ নেয় তালেবান। গণমাধ্যমকে তালেবান প্রতিনিধি শের মুহাম্মদ আব্বাস স্ত্যানিকজাই বলেন, যুক্তরাষ্ট্রের পুতুল আফগান সরকারের সাথে তারা কোনো আলোচনা করবেন না। বিদেশী সেনা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা চান বলেও জানান তিনি।
তালেবান নেতা শের মুহাম্মদ আব্বাস বলেন, আফগানিস্তানে একজন মার্কিন সেনার উপস্থিতিও সহ্য করব না আমরা। মার্কিন জোটের বহিরাক্রমণের অবসান ঘটানোই আমাদের প্রধান লক্ষ্য। যুক্তরাষ্ট্র বুঝতে পেরেছে আলোচনার মাধ্যমেই আফগান সঙ্কটের সমাধান করতে হবে। তাদের সাথে আলোচনা একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে। পারস্পরিক আস্থা তৈরির পর্যায়ে বলা হয়।
বৈঠকে নেতৃত্ব দেয়ার সুযোগ না থাকায় অংশ নেয়নি মার্কিন সমর্থিত আফগান সরকার। তবে সরকার সমর্থিত আফগানিস্তান শান্তি পরিষদের প্রতিনিধিরা এতে অংশ নেন। আফগান সরকারের সাথে সব ধরনের আলোচনা নাকচ করে দেয়ার পরও শান্তি পরিষদের প্রতিনিধিদলের প্রধান দিন মুহাম্মদ তালেবানকে আলোচনায় বসার আহ্বান জানান। আফগানিস্তান শান্তি পরিষদের প্রতিনিধিদলের প্রধান দিন মুহাম্মদ বলেন, কোনো শর্ত ছাড়াই তালেবানের সাথে আলোচনায় আমরা প্রস্তুত।

 


আরো সংবাদ



premium cement