২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

বিশ্বজুড়ে কমছে সন্তান জন্মদান বাড়ছে উদ্বেগ

-

বিশ্বজুড়ে নারীদের সন্তান জন্মদানের হার অনেক কমে গেছে। গবেষকেরা জানিয়েছেন এ কথা। তাদের এক রিপোর্টে বলা হয়েছে, বিশ্বের প্রায় অর্ধেক দেশে জন্মহার ব্যাপক হ্রাস পেয়েছে। ফলে সেসব দেশ তাদের জনসংখ্যা স্বাভাবিক আকার ধরে রাখতে যথেষ্ট সংখ্যক শিশুর অভাবে পড়বে। নতুন এসব তথ্য-উপাত্তকে বিস্ময়কর বলে মন্তব্য করে গবেষকেরা বলেন, এর পরিণতি ভালো হবে না। কারণ ভবিষ্যতে নাতি-নাতনীর চেয়ে দাদা-দাদীর সংখ্যা বেড়ে যাবে।
মেডিক্যাল জার্নাল ল্যানসেটের প্রকাশিত রিপোর্টে এ তথ্য পাওয়া গেছে। ১৯৫০ থেকে ২০১৭ সাল পর্যন্ত প্রতিটি দেশের জন্মহারপ্রবণতা বিবেচনায় নিয়ে এ গবেষণা করা হয়েছে। ১৯৫০ সালের দিকে নারীরা তাদের পুরো জীবনে গড়ে চার দশমিক সাতটি শিশু জন্ম দিতেন। কিন্তু গত বছর নারীরা গড়ে দুই দশমিক চারটি শিশুর জন্ম দিয়েছেন। তবে দেশভেদে এ হারে পার্থক্য রয়েছে। পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে এ হার যেখানে সাত দশমিক এক, সেখানে সাইপ্রাসের নারীরা গড়ে একটি সন্তানেরই জন্ম দেন।
ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভ্যারুমনের পরিচালক অধ্যাপক কিস্টোফার মুরি বলেন, অর্ধেকেরও বেশি দেশে জন্ম দেয়ার হার কমে গেছে। জনসংখ্যার আকার ধরে রাখার জন্য যা যথেষ্ট নয়। ইউরোপ, যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়ার মতো অর্থনৈতিকভাবে উন্নত দেশগুলোতে জন্মহার মারাত্মকভাবে কমে গেছে।
নারীদের সন্তান জন্মদানের এই হারটি যখন দুই দশমিক একের নিচে চলে আসে তখন সে দেশের জনসংখ্যা নি¤œগামী হতে থাকে।


আরো সংবাদ



premium cement