২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

দায় গোয়েন্দা কর্মকর্তার ওপর চাপানোর পরিকল্পনা

-

সাংবাদিক জামাল খাশোগি নিহত হওয়ার কথা সৌদি আরব স্বীকার করতে যাচ্ছে বলে আগেই আভাস পাওয়া গিয়েছিল। একটি সূত্র জানিয়েছিল, খাশোগির নিহত হওয়া নিয়ে একটি ব্যাখ্যা দাঁড় করিয়েছে সৌদি কর্তৃপ। ওই ব্যাখ্যায় দাবি করা হবে, জিজ্ঞাসাবাদের সময় এক গোয়েন্দা কর্মকর্তা ভুল করে খাশোগিকে হত্যা করেন। সেই কর্মকর্তার নামটিও জানা গেছে। সংশ্লিষ্ট আরো তিন সূত্র জানায়, সৌদি যুবরাজের উচ্চপর্যায়ের উপদেষ্টা মেজর জেনারেল আহমদ আল আসিরির ওপর দায় চাপানোর পরিকল্পনা করেছে সৌদি কর্তৃপ।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র বলছে, তদন্ত শেষে খাশোগি নিহত হয়েছেন বলে স্বীকার করার পরিকল্পনা করেছে সৌদি আরব। আর এ হত্যাকাণ্ডের দায় চাপানো হবে সৌদি আরবের শীর্ষস্থানীয় গোয়েন্দা কর্মকর্তা মেজর জেনারেল আহমদ আল আসিরির ওপর। বলা হবে, খাশোগিকে আটক করে সৌদি আরবে নিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য যুবরাজ মোহাম্মদের মৌখিক অনুমোদন ছিল। তবে আসিরি তার সে নির্দেশনা বুঝতে পারেননি এবং খাশোগিকে সৌদি আরবে ফিরিয়ে না নিয়ে তাকে হত্যা করা হয়। এ ব্যাখ্যার মধ্য দিয়ে দুটি বিষয় প্রতিষ্ঠা করতে চাইবে সৌদি আরব।


আরো সংবাদ



premium cement