২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

নাইজেরিয়ায় গ্যাস ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত ৩৫

-

নাইজেরিয়ায় উত্তরাঞ্চলীয় নাসারাওয়া রাজ্যে গত সোমবার গ্যাস ট্যাঙ্কার বিস্ফোরণে অন্তত ৩৫ জন নিহত ও শতাধিক আহত হয়েছে। বিস্ফোরণের পর সেটিতে আগুন ধরে যায় বলে জানিয়েছে দেশটির জরুরি সংস্থা। নাইজেরিয়ার জরুরি ব্যবস্থাপনা সংস্থার (এসইএমএ) কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানী আবুজার সাথে দেশের উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলকে সংযোগকারী লাফিয়া-মাকুরদি সড়কের একটি পেট্রল পাম্পে এ দুর্ঘটনাটি ঘটেছে। এসইএমএ’র ভারপ্রাপ্ত পরিচালক উসমান আহমেদ এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানিয়েছেন, ট্যাঙ্কারটি থেকে গ্যাস খালাস করার সময় সেটি বিস্ফোরিত হয়। রয়টার্সকে তিনি বলেছেন, ‘৩৫ জন নিহত ও শতাধিক আহত হয়েছে। নিহতদের অধিকাংশেরই কী হয়েছে দেখার জন্য দুর্ঘটনাস্থলে জড়ো হয়েছিল।’ নাইজেরিয়ার সড়ক অবকাঠামো দুর্বল ও নিরাপত্তা নি¤œমানের হওয়ায় দেশটিতে প্রায়ই দুর্ঘটনা ঘটে। জুনে নাইজেরিয়ার বাণিজ্যিক রাজধানী লাগোসে আরেকটি পেট্রল ট্যাঙ্কার বিস্ফোরণের পর আগুন ধরে আরো ৫৩টি গাড়ি পুড়ে গিয়ে অন্তত নয়জন নিহত হয়েছিল।

 

 

 


আরো সংবাদ



premium cement