২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

বিদেশীদের কাছে বাড়ি বিক্রি নিষিদ্ধ নিউজিল্যান্ডে

-

নিউজিল্যান্ডে বিদেশী নাগরিকদের কাছে বাড়ি বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির পার্লামেন্ট। নিউজিল্যান্ডের মানুষের আবাসন সঙ্কটের সমাধান করতে এবং গৃহায়ন ব্যবস্থাকে সাশ্রয়ী করতে এ নিষেধাজ্ঞা জারি হয়েছে।
এ নিষেধাজ্ঞা শুধু নন-রেসিডেন্ট বিদেশীদের েেত্র প্রযোজ্য হবে। তা ছাড়া মুক্ত বাণিজ্য চুক্তির কারণে অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরের নাগরিকদের ওপর এ নিষেধাজ্ঞা কার্যকর হবে না। বেশ কিছুদিন ধরে গৃহায়ন সঙ্কটে ভুগছে নিউজিল্যান্ড। কম মুনাফার হার, সীমিত আবাসন ও অভিবাসনকে কেন্দ্র করে সাম্প্রতিক বছরগুলোতে আবাসন খাতে মূল্য বেড়েছে। বাড়ির মালিকানা পাওয়ার বিষয়টি অনেকের সাধ্যের বাইরে চলে গেছে। বিদেশী ক্রেতারা বাড়ি কেনায় অবকাঠামো খাত ও বাড়ির দাম বাড়ছে বলে আশঙ্কা তৈরি হয়।
বিদেশী মালিকানা ও নিউজিল্যান্ডের বড় বড় শহরে আবাসন সঙ্কটের বিষয়টি গত বছরের নির্বাচনে গুরুত্বপূর্ণ ইস্যুতে পরিণত হয়েছিল। ওই ইস্যুকে কেন্দ্র করেই কনজারভেটিভ ন্যাশনাল পার্টির ৯ বছরের শাসনের অবসান হয়। এখন নিউজিল্যান্ডের মতায় রয়েছে মধ্যম-বামপন্থী জোট সরকার। বুধবার আবাসন সঙ্কট সমাধানে নিউজিল্যান্ডের পার্লামেন্টে ওভারসিজ ইনভেস্টমেন্ট অ্যামেন্ডমেন্ট নামে একটি বিল পাস করতে সম হয় তারা। ৬৩-৫৭ ভোটে বিলটি পাস হয়।
এ বিলের আওতায় বিদেশীরা এখন বেশির ভাগ বাড়ি কেনা থেকে নিষিদ্ধ থাকবে। তবে নতুন অ্যাপার্টমেন্টে সীমিত বিনিয়োগ করতে পারবে তারা। অবশ্য, রেসিডেন্সি সুবিধাপ্রাপ্ত বিদেশীদের পাশাপাশি অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরের নন-রেসিডেন্ট নাগরিকরা নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। নিউজিল্যান্ডের বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়নমন্ত্রী ডেভিড পার্কার পার্লামেন্টে পাস হওয়া বিলটিকে ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’ বলে উল্লেখ করেছেন।
তিনি বলেন, ‘এ সরকার বিশ্বাস করে অপোকৃত ধনী বিদেশী ক্রেতাদের দাপটের কাছে নিউজিল্যান্ডবাসীকে হার মানতে দেয়া যাবে না।


আরো সংবাদ



premium cement