২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

আগস্টেই চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য সংলাপ

-

আমদানি পণ্যে পাল্টাপাল্টি শুল্ক আরোপকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে একপ্রকার বাণিজ্যযুদ্ধ চললেও এ অবস্থা নিরসনে সংলাপে বসতে যাচ্ছে দু’প। এই আগস্টের শেষেই বাণিজ্য বিষয়ে সংলাপের জন্য একজন ঊর্ধ্বতন আলোচনাকারীকে ওয়াশিংটনে পাঠাবে চীনের বাণিজ্য মন্ত্রণালয়।
গতকাল বৃহস্পতিবার দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের আমন্ত্রণে চীনের উপ-বাণিজ্যমন্ত্রী ওয়াং শৌওয়েনের নেতৃত্বাধীন একটি দল মার্কিন অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা ডেভিড ম্যালপাসের সঙ্গে সাাৎ করবেন।
‘একতরফা বাণিজ্য, বাণিজ্য সংরণবাদ চর্চার বিরোধিতা করে বক্তব্য পুনর্ব্যক্ত করবে চীন। এ ছাড়া একতরফা বাণিজ্য নিষিদ্ধের পদপেকেও মেনে না নেয়ার কথা ব্যক্ত করা হবে।’
সমতা, সততা, পারস্পরিক আলোচনার ভিত্তিতে যেকোনো আলোচনা ও সংলাপকে চীন স্বাগত জানাবে বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে।
গত জুনে বেইজিংয়ে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী উইলবার রস ও চীনের ভাইস প্রিমিয়ার লিউ হে। এর আগে ওয়াশিংটনে মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন মানচিনের সঙ্গে সাাৎ করেন লিউ হে।
দু’পরে এমন উচ্চপর্যায়ের বৈঠকের পরও একে অপরের বিরুদ্ধে আমদানি পণ্যে শুল্ক আরোপ শুরু করে। ফলে দুই দেশের বাণিজ্যযুদ্ধ বৈশ্বিক অর্থনীতিকে বিপর্যয়ের আশঙ্কায় ফেলে দেয়।


আরো সংবাদ



premium cement