২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

ইসরাইলে আটক মালামাল ফিলিস্তিনে পৌঁছাল ৮ বছর পর

-

চিঠি, বস্তাভর্তি জিনিসপত্র, এমনকি হুইল চেয়ারসহ ডাকযোগে ফিলিস্তিনের জন্য পাঠানো মালামাল দীর্ঘ আট বছর আটকে রেখেছিল ইসরাইল। কথিত নিরাপত্তাজনিত যাচাই-বাছাইয়ের পর অবশেষে ইসরাইল ছেড়ে দেয়ায় এ মালামাল পৌঁছেছে ফিলিস্তিনের পশ্চিম তীরে।
পশ্চিম তীরে ফিলিস্তিনিদের জন্য আন্তর্জাতিকভাবে কিছু পাঠানো হলে তা জর্দান সীমান্ত দিয়ে ইসরাইলের অনুমতিক্রমে ঢোকে। কিন্তু এসব মালামাল ২০১০ সাল থেকেই আটকে ছিল। এসব মালামাল ছাড়তে এককালীন একটি চুক্তি করেছে ইসরাইল। ডাকে আসা মালামাল সরবরাহের দায়িত্ব পালন করে আসা ফিলিস্তিনের জেরিকো শহরের কর্মীরা জানান, ১০ টনের বেশি মালামাল বাছাই করতে তাদের চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। এক ডাক কর্মকর্তা জানান, ডাকে পাঠানো এসব জিনিস বাছাই করার পর প্রাপককে সরবরাহ করতে আরো দুই সপ্তাহ লাগবে। কিন্তু এসব মালামাল এত দীর্ঘ সময় আটকে রাখায় ুব্ধ হয়েছেন ফিলিস্তিনের যোগাযোগমন্ত্রী আল্লম মৌসা।


আরো সংবাদ



premium cement