২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

সিসিলিতে ৫২২ অভিবাসী নিয়ে ইতালির জাহাজ

-

ইতালির উপকূলরী বাহিনীর একটি জাহাজ ৫২২ জন অবৈধ অভিবাসী নিয়ে মঙ্গলবার রাতে বন্দর নগরী সিসিলিতে পৌঁছেছে। এদের মধ্যে বেশ কয়েকজনকে গত সপ্তাহে লিবিয়ার উপকূলের অদূর থেকে মার্কিন নৌবাহিনী উদ্ধার করেছিল।
জাতিসঙ্ঘের সংস্থা ইউএনএইচসিআর ইতালি টুইট বার্তায় জানায়, ‘ডিসিওটি জাহাজটি শেষ পর্যন্ত ৫২২ আরোহী নিয়ে নিরাপদেই পোজালো দ্বীপে পৌঁছেছে।’
জাতিসঙ্ঘের অভিবাসীবিষয়ক সংস্থাটি জানায়, ‘এদের কয়েকটি অভিযানে উদ্ধার করা হয়েছে। ৪২ জনকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং এদের জরুরি চিকিৎসা দরকার।’ ইতোমধ্যেই ছয় শিশু, তিন নারী ও এক পুরুষকে পোজালোতে ইতালি রেড ক্রসের কাছে চিকিৎসা নিচ্ছে। এই অভিবাসীরা পানিশূন্যতায় ভুগছে। তারা ৪১ জনের দলের ছিল কি না তাৎণিকভাবে তা জানা যায়নি। ওই ৪১ জনকে লিবিয়া উপকূলের অদূর থেকে গত মঙ্গলবার উদ্ধার করা হয়।


আরো সংবাদ



premium cement

সকল