২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

দুই কোরিয়ার নেতার আকস্মিক বৈঠক ট্রাম্প-কিম আলোচনার উজ্জ্বল সম্ভাবনা

দুই কোরিয়ার সীমান্তবর্তী পানমুনজামে গতকাল আকস্মিক বৈঠকের পর উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে ইনকে বুকে জড়িয়ে ধরে বিদায় জানাচ্ছেন : এএফপি -

দুই কোরিয়ার নেতারা কয়েক দিনের ব্যবধানে আকস্মিক বৈঠকে বসেছেন। কয়েক দিনের ব্যবধানে আকস্মিকভাবে দুই দেশের সীমান্তবর্তী শান্তিপল্লী পানমুনজামে তারা এ বৈঠকে মিলিত হন। উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে ইনের মধ্যে এ বৈঠকে উভয় নেতাকে বেশ উৎফুল্ল দেখায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইটারে উত্তর কোরীয় নেতা কিম জং-উনের সাথে তার বৈঠক নির্ধারিত তারিখেই অনুষ্ঠিত হতে পারে বলে আভাস দেয়ার মধ্যে গতকাল দুই কোরীয় নেতার মধ্যে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
যুক্তরাষ্ট্রের সাথে উত্তর কোরিয়ার বাতিল হয়ে যাওয়া ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠানের উদ্দেশ্যেই এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে খবরে বলা হয়েছে। আজ রোববার সকালে মুন জে ইন এ বৈঠকের ব্যাপারে বিস্তারিত জানাবেন। গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈঠকের কথা নাকচ করে দেন। ১২ জুন এ বৈঠক হওয়ার কথা ছিল। পরবর্তী সময়ে অবশ্য ট্রাম্প আবারো এ বৈঠক হতে পারে বলে মন্তব্য করেছেন। ট্রা¤প ও কিমের মধ্যে যদি এ বৈঠক শেষ পর্যন্ত অনুষ্ঠিত হয় তাহলে তাতে প্রাধান্য পাবে কোরীয় অঞ্চলকে পরমাণু অস্ত্রমুক্ত করা এবং আঞ্চলিক উত্তেজনা হ্রাস করার বিষয়টি।
ফের ট্রাম্প-কিম বৈঠকের উজ্জ্বল সম্ভাবনা
উত্তর কোরিয়ার সঙ্গে বৈঠকের সম্ভাবনা পুরোপুরি নাকচ করে দেয়ার মাত্র একদিন পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার বলেছেন, কিম জং উনের সঙ্গে শেষ পর্যন্ত নির্ধারিত দিনক্ষণ ১২ জুনেই বৈঠকটি হতে পারে। মার্কন প্রেসিডেন্ট ট্রাম্প ও উত্তর কোরীয় নেতা উনের মধ্যে অনুষ্ঠেয় বৈঠকটিকে নজিরবিহীন মনে করা হচ্ছে। ওয়াশিংটন আশা করছে, এর মধ্য দিয়ে উত্তর কোরিয়াকে সম্পূর্ণ নিরস্ত্রীকরণে রাজি করানো সম্ভব হবে।
বৈঠকটি সম্পর্কে পিয়ংইয়ংয়ের সর্বশেষ বিবৃতিকে ‘অত্যন্ত ভালো খবর’ উল্লেখ করে ট্রাম্প হোয়াইট হাউজে সাংবাদিকদের বলেন, ‘দেখা যাক কী হয়।’ শুক্রবার রাতে ট্রাম্প টুইটারে জানান, শীর্ষ সম্মেলনটি পুনরায় আয়োজনের ব্যাপারে উত্তর কোরিয়ার সঙ্গে ‘অত্যন্ত গঠনমূলক’ আলোচনা চলছে। তিনি আরো বলেন, ‘যদি বৈঠকটি সম্ভব হয় তবে তা সিঙ্গাপুরে আগের তারিখেই, অর্থাৎ ১২ জুন অনুষ্ঠিত হবে।’ এই বৈঠকের পর প্রয়োজনে আবারো তাদের মধ্যে বৈঠক হতে পারে বলেও তিনি উল্লেখ করেন। বৃহস্পতিবার ট্রাম্প পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে ‘প্রচণ্ড ক্ষোভ ও প্রকাশ্যে শত্রুতার’ অভিযোগ এনে সিঙ্গাপুরের নির্ধারিত বৈঠকটি বাতিল করেন। কিন্তু শুক্রবার উত্তর কোরিয়া জানায়, তারা ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘যেকোনো সময়’ বৈঠক করতে ইচ্ছুক। ট্রাম্প তাদের এই বক্তব্যকে ‘উষ্ণ ও গঠনমূলক’ বলে স্বাগত জানান। ট্রাম্প বলেন, ‘আমরা তাদের সঙ্গে এখন আলোচনা করব। তারা এটা করতে অত্যন্ত আগ্রহী। আমরাও তাই চাই।’
স্বাগত জানাল দক্ষিণ কোরিয়া
এ দিকে দক্ষিণ কোরিয়া শনিবার যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে শীর্ষ সম্মেলনের নতুন সম্ভাবনাকে স্বাগত জানিয়েছে। মাত্র এক দিন আগে ট্রাম্প কিমের সঙ্গে তার নির্ধারিত বৈঠকটি বাতিল করেছিলেন। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ভবন ব্লু হাউজের মুখপাত্র কিম এউই জিয়েওম বলেন, ‘আমরা এটাকে সৌভাগ্য মনে করি যে উত্তর কোরিয়া-যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতাদের মধ্যে বৈঠকটি হতে যাচ্ছে। আমরা অত্যন্ত সতর্কতার সঙ্গে সর্বশেষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।’

 


আরো সংবাদ



premium cement