২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

প্লে-স্টোর থেকে ১৩টি জনপ্রিয় অ্যাপ সরিয়ে দিলো গুগল

প্লে-স্টোর থেকে ১৩টি জনপ্রিয় অ্যাপ সরিয়ে দিলো গুগল - ছবি : সংগৃহীত

অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করেন। তাহলে এ তথ্য আপনার জেনে রাখাই ভালো। গুগল প্লে-স্টোর থেকে সরে গেছে ১৩টি অ্যাপ। গুগলের দাবি, এই সব অ্যাপগুলোর মাধ্যমে স্মার্টফোনে হানা দিচ্ছে ম্যালওয়্যার। তা রুখতেই এই পদক্ষেপ।

ESET ম্যালওয়্যার গবেষক লুকাস স্টেফাঙ্কোর টুইটে জানা যায়, বাজারে এমন কিছু ভয়ংকর অ্যাপ ঘুরে বেড়াচ্ছে যা স্মার্টফোনের ক্ষতি করতে পারে। ফাঁস করতে পারে আপনার ব্যক্তিগত তথ্যও। তিনি জানান, গুগল প্লে-স্টোর থেকে ৫ লাখ ৬০ হাজারেরও বেশিবার ডাউনলোড করা হয়েছে ১৩টি অ্যাপ। আর সেই সবকটি অ্যাপই তৈরি করেছে একটিই ডেভলপার কোম্পানি। ১৩টির মধ্যে আবার দুটি অ্যাপ ছিল প্লে-স্টোরের ট্রেন্ডিং সেকশনে। বিষয়টি সম্পর্কে অবগত হওয়ার পরই ১৩টি অ্যাপ প্লে-স্টোর থেকে সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেয় টেক জায়ান্ট গুগল।

কীভাবে অ্যাপগুলোর মাধ্যমে ম্যালওয়্যার ঢুকে পড়ে আপনার মোবাইলে? গবেষক জানাচ্ছেন, এই ১৩টি অ্যাপ সরাসরি কিছু করে না। বরং আপনাকে গেম সেন্টার নামের একটি APK ডাউনলোড এবং ইনস্টল করতে বলে। সেটি ডাউনলোড হয়ে গেলে আপনার মোবাইলে অ্যাপ আইকনটি লুকিয়ে পড়ে। এরপর মোবাইল আনলক করলেই ইউজারদের মোবাইল স্ক্রিনে ভেসে ওঠে বিভিন্ন বিজ্ঞাপন। তাতেই ক্ষতিগ্রস্ত হয় ফোনটি। একটি ভিডিও পোস্ট করে লুকাস দেখিয়ে দিয়েছেন, কীভাবে অ্যাপগুলি কাজ করে। তবে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের যাতে কোনো সমস্যায় না পড়তে হয়, তার জন্য ইতিমধ্যেই গেম সেন্টারটি অ্যাপ স্টোর থেকে সরিয়ে দিয়েছে গুগল।

এবার জেনে নিন কোন কোন অ্যাপ থেকে ছড়াচ্ছিল এই ম্যালওয়্যার। ট্রাক কার্গো সিমিউলেটর, কার ড্রাইভিং সিমিউলেটর, এক্সট্রিম কার ড্রাইভিং, মোটো ক্রস এক্সট্রিমের মতো গেমিং অ্যাপগুলিই ছিল এর মূলে। মজার বিষয় হলো, প্লে-স্টোরে এই অ্যাপগুলোর রেটিংও বেশ ভাল। তবে ১৩টি অ্যাপ সরিয়ে দেয়ায় আপাতত অ্যান্ড্রয়েড স্মার্টফোন ইউজারদের আর কোনো বিপাকে পড়তে হবে না। যদিও এমন ঘটনা প্রথমবার ঘটল না। গত বছরও সাত লাখ ক্ষতিকর অ্যাপ প্লে-স্টোর থেকে সরিয়ে দিয়েছিল গুগল।


আরো সংবাদ



premium cement

সকল