Naya Diganta

নিজ জেলায় হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকীতে হিমুদের মিলনমেলা

হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উপলক্ষে নেত্রকোনায় হিমুদের র‌্যালি

বিপুল উৎসাহ-উদ্দীপনায় নন্দিত কথাসাহিত্যিক হমায়ুন আহমেদের ৭১তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে নিজ জেলা নেত্রকোনায় হিমুদের মিলনমেলায় পরিণত হয়েছে। ‘হিমু পাঠক আড্ডা’র উদ্যোগে হলুদ শাড়ি, পাঞ্জাবি আর টিশার্ট পরিহিত সংগীতের তালে তালে হুমায়ুন ভক্ত, অনুরাগী নারী-পুরুষের এক বর্ণাঢ্য র‌্যালি শহরবাসীকে মুগ্ধ করে।

আজ বুধবার সকাল সাড়ে ১০টায় শহরের সাতপাই চক্ষু হাসপাতালের সামনে বিশিষ্ট প্রাবন্ধীক অধ্যাপক যতীন সরকার র‌্যালির উদ্বোধন করেন। এতে বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিকসহ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

সেখান থেকে ‘হিমু পাঠক আড্ডা’র প্রতিষ্ঠাতা আহবায়ক আলপনা বেগমের নেতৃত্বে বর্নাঢ্য র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মোক্তারপাড়া মাঠের মুক্তমঞ্চে মিলিত হয়। সেখানে হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকীর কেক কাটা হয়। এছাড়া লেখকের নিজগ্রাম কেন্দুয়া ও জন্মস্থান মোহনগঞ্জে কুরআনখানী, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

‘হিমু পাঠক আড্ডা’র আহবায়ক আলপনা বেগম এই প্রতিনিধিকে বলেন, আমাদের অহঙ্কার নন্দিত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার মাধ্যমে বইয়ের প্রতি আগ্রহী করে তোলা। যাতে তারা ফেসবুক, ইন্টারনেট ও মাদকাসক্তি থেকে দূরে থাকতে পারে। সুস্থ, সুন্দর জীবন ধারনের মাধ্যমে যাতে দেশ গড়ার কাজে নিজেদের আত্মনিয়োগ করতে পারে।