Naya Diganta

নোয়াখালীতে ডাল খেয়ে তাবলিগের ১৪ সদস্য অসুস্থ

নোয়াখালীর কবিরহাটে তাবলিগ জামাতের এক সাথী ভাইয়ের বিরুদ্ধে ১৪ জন সাথী ভাইকে অচেতন করে দেয়ার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার সকালে অসুস্থ তাবলিগ জামাতের ১৪ জন সদস্যকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন এলাকাবাসী। তবে হাসপাতাল সূত্রে জানা যায়, তারা সবাই আশঙ্কামুক্ত রয়েছেন। কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের ভূঞারহাট জামে মসজিদে গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
কবিরহাট থানার ওসি মির্জা মোহাম্মদ হাসান বলেন, দুই দিন আগে ঢাকার কাকরাইল মসজিদ থেকে তাবলিগ জামাতের ১৫ জন সদস্য এখানে আসেন। পরে বৃহস্পতিবার রাতে ভাতের সাথে পাতলা ডাল খেয়ে সবাই অচেতন হয়ে পড়েন। এ ঘটনায় তাবলিগ জামাতের ময়মনসিংহের রুবেল নামে এক সদস্য পলাতক রয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী সদস্যরা বলছেন, পলাতক রুবেল তাদের জামাতের সফরসঙ্গী ছিল। সে গত বৃহস্পতিবার রাতে সবাইকে ভাতের সাথে ডাল খাইয়ে ছিল। ভুক্তভোগীরা ধারণা করছেন, সে ডালের সাথে অচেতন হওয়ার মতো কোনো দ্রব্য খাওয়ালে এ ঘটনা ঘটে। পলাতক রুবেল তাবলিগ জামাত সাদ গ্রুপের সদস্য বলে দাবি করেন ভুক্তভোগীরা।