Naya Diganta

বরিশালে ২ ট্রলারের সংঘর্ষে ছেলের মৃত্যু, বাবা নিখোঁজ

বা‌কেরগ‌ঞ্জে খেয়া পারাপা‌রের যাত্রীবা‌হী ট্রলা‌রের সা‌থে ইট‌বোঝাই অপর  ট্রলারের সংঘর্ষে পানিতে ডুবে দেড় বছরের ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাবা জীবন চন্দ্র শীল এখ‌নও নিঁ‌খোঁজ র‌য়ে‌ছেন। বা‌কেরগঞ্জ উপ‌জেলার সা‌হেবগ‌ঞ্জ খেয়াঘাট সংলগ্ন তুলাতলী নদীতে সোমবার রাতে এ দুর্ঘটনা ঘ‌টে। নিহত শিশু সুর্যচন্দ্র (১৮ মাস) ‌ভোলা জেলার জীবন চন্দ্র শীলের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে বা‌কেরগঞ্জ থানার ওসি আবুল কালাম জানান, সোমবার সন্ধ্যায় যাত্রী নি‌য়ে এক‌টি ট্রলার নদী পার হ‌চ্ছি‌ল। অন্ধকা‌রের ম‌ধ্যে অপর এক‌টি ইট‌বোঝাই ট্রলার‌ যাত্রীবাহী ট্রলার‌টি‌কে ধাক্কা দিলে বাবা-ছে‌লে নদী‌তে প‌ড়ে যান।

ওসি জানান, ছেলের লাশ উদ্ধার করা হলেও বাবা এখনও নিখোঁজ রয়েছেন। সূত্র : ইউএনবি।