Naya Diganta

যমুনায় নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার : খোঁজ মেলেনি ছোট ভাইয়ের

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর চরে ফুটবল খেলার সময় নদী থেকে বল তুলতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ বগুড়া শাহীন স্কুলের নবম শ্রেণীর ছাত্র ওমর আলীর (১৫) লাশ উদ্ধার হয়েছে। তবে তার ছোট ভাই একই স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র জাহিদ হাসান (১২) এখনো নিখোঁজ রয়েছে।

গতকাল শুক্রবার দুপুরে উপজেলার কাজলা ইউনিয়নের পাকুরিয়া চরে নিখোঁজের ঘটনা ঘটে। দুই ভাই বগুড়া শহরের আটাপাড়ার পল্লী চিকিৎসক আতিকুর রহমানের ছেলে।

সারিয়াকান্দি উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার আল আমিন জানান, রাজশাহী থেকে ডুবুরিদল এসে আজ শনিবার সকালে উদ্ধার অভিযান চালায়। সকাল ১১টায় ওমরের লাশ উদ্ধার হয়। তবে ওমরের ছোট ভাই জাহিদের সন্ধান দুপুর ১২টা পর্যন্ত পাওয়া যায়নি।

সারিয়াকান্দি থানা পুলিশ লাশ থানা হেফাজতে নিয়েছে।

এ ঘটনায় ওমরের সহপাঠীদের মাঝে ও পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।