Naya Diganta

বাসের চাপায় বৃদ্ধ পথচারি নিহত

বাসের চাপায় বৃদ্ধ পথচারি নিহত

বরিশালের উজিরপুরে যাত্রীবাহী বাসের চাপায় ফজলুল হক হাওলাদার (৭০) নামে এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের সানুহার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফজলুল হক উপজেলার বামরাইল ইউনিয়নের সানুহার গ্রামের হাওলাদার বাড়ির মৃত আফসার উদ্দিন হাওলাদারের ছেলে। পুলিশ ও এলাকাবাসী জানায়, বরিশাল থেকে উপজেলার সাতলাগামী যাত্রীবাহী একটি বাস ঘটনাস্থল অতিক্রমকালে পথচারী ফজলুলকে পেছন দিয়ে চাপা দেয়। পরে স্থানীয় লোকজন বৃদ্ধ ফজলুলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করা যায়নি। সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি উজিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হরিদাস নাগ নিশ্চিত করেন। নিহতর স্বজনরা জানিয়েছেন, সানুহার বাসস্ট্যান্ড গিয়ে চা খাওয়ার উদ্দেশ্যে সকালে বাড়ি থেকে বের হয়েছিলো বৃদ্ধ ফজলুল।