Naya Diganta

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

যশোরের চৌগাছায় সড়ক দুর্ঘটনায় আবুল হোসেন (৭৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়নের আলিসা গ্রামের বাসিন্দা।

জানা যায়, বৃহস্পতিবার বাড়ি থেকে ধানের বস্তা বোঝাই একটি আলমসাধুর উপরে বসে পুড়াপাড়া বাজারে যাচ্ছিলেন আবুল হোসেন। পথিমধ্যে চৌগাছা উপজেলার পুড়াপাড়া-চৌগাছা সড়কের কমলাপুর মোড়ে পৌছালে তিনি গাড়ি থেকে সিটকে সড়কে পড়ে মাথায় আঘাত পান।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চৌগাছা মডেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. মুঞ্জুরুল ইসলাম তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়। সন্ধ্যায় নামাজে জানাযা শেষে আলিসা-যদুনাথপুর কারবালায় তার দাফন করা হয়।