Naya Diganta

টেলিভিশন নাট্যকার সঙ্ঘের নতুন উদ্যোগ

২০১৬ সালে পুনরায় নতুন করে যাত্রা শুরু করা টেলিভিশন নাট্যকার সঙ্ঘ গত ১২ এপ্রিল বার্ষিক সাধারণ সভা ও বর্ষপূর্তি উদযাপন করেছে রাজধানীর শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে। এ সময় সংগঠনটির সাধারণ সম্পাদক এজাজ মুন্না জানান, টেলিভিশন নাট্যকার সঙ্ঘের উদ্যোগে তাদের সদস্যদের লেখা নাটক নিয়ে একটি স্ক্রিপ্ট ব্যাংক প্রতিষ্ঠা করা হয়েছে। স্ক্রিপ্ট ব্যাংক থেকে সদস্যদের লেখা নাটকগুলো জুড়ি বোর্ড কর্তৃক বাছাই হয়ে প্রতি মাসে বিভিন্ন চ্যানেলে প্রচার হবে। নাট্যকার সঙ্ঘের সাংগঠনিক সম্পাদক আজম খান জানান, যেসব নাট্যকারের নাটক টিভি চ্যানেলে প্রচারের জন্য নির্বাচিত হবে তাদের উপযুক্ত সম্মানী দেয়া হবে। এতে করে যেসব নাট্যকার ভালো নাটক লিখছেন তারা উৎসাহিত হবেন ও নিয়মিত কাজের সুযোগ পাবেন। টেলিভিশন নাট্যকার সঙ্ঘের সভাপতি মাসুম রেজার সভাপতিত্বে বর্ষপূর্তি অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, ড. এনামুল হক, ঝুনা চৌধুরী, বর্ষপূর্তি উদযাপন কমিটির আহবায়ক ও নাট্যকার সঙ্ঘের সহসভাপতি বৃন্দাবন দাস, টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসার অ্যাসোসিয়েশনের সভাপতি ইরেশ যাকের, সাধারণ সম্পাদক সাজু মুনতাসির, ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক এস এ হক অলিক, অভিনয়শিল্পী সঙ্ঘের সভাপতি শহীদুল আলম সাচ্চু, সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম, আরটিভির হেড অব প্রোগ্রাম দেওয়ান শামসুর রাকিব, মাছরাঙা টিভির সিনিয়র ম্যানেজার আরিফুর রহমান, এশিয়ান টিভির উপদেষ্টা হাসান জাহাঙ্গীরসহ সংগঠনের সদস্যরা।