Naya Diganta

গাজীপুরে বিএনপির প্রতিকী অনশন পালিত

বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা ও মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরে প্রতিকী অনশন কর্মসূচি পালিত হয়েছে। গাজীপুর মহানগর বিএনপি’র উদ্যোগে বুধবার সকাল ১০টায় শহরের রাজবাড়ি সড়কে দলীয় কার্যালয়ে এ কর্মসূচি পালিত হয়।
গাজীপুর মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মো: সোহরাব উদ্দিনের নেতৃত্বে প্রতিকী কর্মসূচিতে বিএনপি নেতা আহমদ আলী রুশদী, মাহবুবুল আলম গোলাপ, মঞ্জুর মোর্শেদ প্রিন্স, আশরাফ হোসেন টুলু, সাখাওয়াত হোসেন সেলিম, বশির আহমেদ বাচ্চু, হুমায়ন কবির রাজু, জয়নাল আবেদীন তালুকদার, প্রফেসার নজরুল ইসলাম, আনোয়ারা বেগম, সৈয়দ আক্তারুজ্জামান, প্রভাষক বশির আহমেদ, গোলাম মোস্তফা, সাইফুল ইসলাম টুটুল, আব্দুর রহিম কালা, জিএস স্বপন, শরিফ আজাদ, ইদ্রিস খান, রাজু মাষ্টার, এড. শহিদ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।