Naya Diganta

ইকুয়েডরে ৬.২ মাত্রার ভূমিকম্প

ইকুয়েডরে ৬.২ মাত্রার ভূমিকম্প

ইকুয়েডরে বৃহস্পতিবার রাতে ৬.২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) একথা জানিয়েছে। খবর এএফপি’র।

স্থানীয় সময় ৯টা ১২ মিনিটে দক্ষিণ আমেরিকার এই দেশটির মধ্যাঞ্চলের কাছাকাছি ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূগর্ভের ৯৩ দশমিক ৫ কিলোমিটার গভীরে। তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

স্থানীয় কর্তৃপক্ষ রিখটার স্কেলে এর মাত্রা ৬ দশমিক ৫ মাত্রা রেকর্ড করেছে।

গত ২০১৬ সালের ১৬ এপ্রিলে দেশটিতে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। বিধ্বংসী ওই ভূমিকম্পে ৬৭৩ জন লোক মারা যায়।