Naya Diganta

দশমিনায় ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার উদ্বোধন

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এজেন্ট ব্যাংকিং শাখা পটুয়াখালীর দশমিনায় উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান সুপার মার্কেটের দ্বিতীয় তলায় এ উদ্বোধন করা হয়। দশমিনার নুর এন্টারপ্রাইজের উদ্যেগে এ শাখা খোলা হয়েছে।

ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও বরিশাল হেড অব জোনের মো: আবদুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের, আই.সি.টি হেড তাহের আহমেদ চৌধুরী, বিশেষ অতিথি মুহা: জহিরুল ইসলাম, দশমিনা উপজেলা বাইস চেয়ারম্যান মো: ফখরুজ্জামান বাদল, মহিলা ভাইস চেয়ারম্যান ডা: ডলি খান, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অ্যাড: সিকদার গোলাম মোস্তফা ও মো: লুৎফর রহমান প্রমুখ।