২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

মোনালিসার যখন সবকিছু থেমে যায়

মোজেজা আশরাফ মোনালিসা। -

মেধাবী নাট্যরচয়িতা ও নির্মাতা সুমন আনোয়ারের নির্দেশনায় এবারই প্রথম নাটকে অভিনয় করছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মোজেজা আশরাফ মোনালিসা। গতকাল থেকে রাজধানী উত্তরার একটি শুটিং হাউজে মোনালিসা সুমন আনোয়ারের রচনা ও নির্দেশনায় ‘যখন সবকিছু থেমে যায়’ নাটকের শুটিং শুরু করেছেন। নাটকে মোনালিসা মোনা চরিত্রে অভিনয় করছেন। এতে তার বিপরীতে আছেন এই সময়ের জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। তিনিও এই নাটকে নিশো চরিত্রেই অভিনয় করছেন।

নাটকের গল্প প্রসঙ্গে সুমন আনোয়ার বলেন, ‘মোনা এবং নিশো একে অপরকে পছন্দ করে, ভালোবাসে। মোনা উচ্চবিত্ত এবং নিশো মধ্যবিত্ত পরিবারের মেয়ে। কিন্তু তারপরও মোনার পরিবার একসময় নিশোর সঙ্গে বিয়ে দিতে সম্মত হয়। কিন্তু বিয়ের ঠিক আগেই নিশোর চাকরি চলে যায়। বিয়ে নিশোকে করতেই হবে মোনাকে, কিন্তু প্রয়োজন অনেক অর্থের। ঠিক এমন সময় একটি কিডন্যাপ হওয়া মেয়েকে ঢাকার বাইরে জঙ্গলে ফেলে দিয়ে আসার কাজ পায়। মেয়েটিকে যখন জঙ্গলে ফেলে আসতে দিয়ে যাবে তখন নিশো দেখে এ যে তারই ভালোবাসার মানুষ মোনা। এগিয়ে যায় গল্প।’

মোনালিসা বলেন, ‘আমার দীর্ঘদিনের ইচ্ছে ছিল সুমন আনোয়ার ভাইয়ের নির্দেশনায় কাজ করার। কারণ আমি জানি তিনি গুণী একজন পরিচালক। তার নির্দেশনায় কাজ করার আগ্রহ ছিল বলেই তিনি আমাকে গল্পটা শোনানোর পর আমি কাজটি করতে ভীষণ আগ্রহী হয়ে উঠি। অবশেষে এই নাটকে অভিনয় করার মধ্যদিয়ে আমার অনেক দিনের ইচ্ছে পূরণ হলো। আশা করছি এটি খুব ভালো একটি নাটক হবে।’

নির্মাতা সুমন আনোয়ার জানান, আসছে কোরবানির ঈদে নাটকটি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে। এ দিকে গেলো ঈদে মোনালিসা মোস্তফা কামাল রাজের ‘অনুভবে’, আশফাক নিপুণের ‘হয়তো তোমার কাছেই যাবো’ এবং মোরসালিন শুভর ‘কোম্পানির প্রচারের স্বার্থে’ নাটকে অভিনয়ের জন্য বেশি সাড়া পান। এ দিকে ঈদের পরপরই মোনালিসা সজলের বিপরীতে শরীফের নির্দেশনায় ‘লুকিয়ে ভালোবাসি তারে’ নাটকে অভিনয় করেছেন। আগামী মাসেই তিনি তার বর্তমান আবাসস্থল আমেরিকায় ফিরে যাবেন বলে জানান মোনালিসা। শিগগিরই আরটিভিতে অনিন্দ্য মামুনের গ্রন্থনায় ও পূর্ণিমার উপস্থাপনায় ‘এবং পূর্ণিমা’ অনুষ্ঠানের অতিথি হিসেবে দেখা যাবে মোনালিসাকে।

দেখুন:

আরো সংবাদ



premium cement
এলডিসি থেকে উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পেতে কার্যকর পদক্ষেপ নিন : প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি আহসান উল্লাহ ‘ট্রি অব পিস’ পুরস্কার বিষয়ে ইউনূস সেন্টারের বিবৃতি আনোয়ারায় বর্তমান স্বামীর হাতে সাবেক স্বামী খুন, গ্রেফতার ৩ ফতুল্লা প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত বদরের শিক্ষায় ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হতে হবে : সেলিম উদ্দিন ইসলামের বিজয়ই বদরের মূল চেতনা : ছাত্রশিবির পরিবেশ দূষণে বাংলাদেশে বছরে ২ লাখ ৭২ হাজার মানুষের মৃত্যু : বিশ্বব্যাংক নোয়াখালীতে ল’ইয়ার্স কাউন্সিলের ইফতার মাহফিল অনুষ্ঠিত ‘আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য ল’ ইয়ার্স কাউন্সিল কাজ করে যাচ্ছে’ পুকুরে পাওয়া গেল ১০০ ইলিশ

সকল