১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

তিন স্কুলছাত্রীকে গণধর্ষণ : ২ জনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

-

টাঙ্গাইলের ঘাটাইলে একসঙ্গে নবম শ্রেণির তিন ছাত্রীকে গণধর্ষণের মামলায় গ্রেফতারকৃত তিন আসামির মধ্যে দু’জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। মঙ্গলবার বিকেলে তাদের আদালতে তোলা হয়। সন্ধ্যায় তিনজনকেই জেলহাজতে পাঠিয়ে দেন আদালত।

গ্রেফতাকৃতরা হচ্ছে ঘাটাইলের মানাজি টানপাড়া গ্রামের আনছার আলী খানের ছেলে ইউসুফ আলী খান (২৭), সন্ধানপুর গ্রামের মোকছেদ আলীর ছেলে মো. বাবুল (২১) ও সন্ধানপুর নাজিয়াবাদ গ্রামের মৃত জব্বার আলীর ছেলে সবুজ ওরফে বাবু (৩০)।

টাঙ্গাইলের কোর্ট ইন্সপেক্টর তানবীর আহমেদ নয়া দিগন্তকে জানান, এই মামলায় গ্রেফতারকৃত তিন আসামিকে মঙ্গলবার দুপুর আড়াইটায় আদালতে আনা হয়। এদের মধ্যে ইউসুফ আলী খান ও মো. বাবুল ১৬৪ ধারায় দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। বিকাল সাড়ে তিনটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত তাদের জবানবন্দি রেকর্ড করা হয়।

পেশায় কৃষক ইউসুফ আলী খানের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুমন কুমার কর্মকার এবং মো. বাবুলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম। পরে তিনজনকেই জেলহাজতে পাঠিয়ে দেয়া হয়।

এছাড়া ধর্ষণের শিকার তিন বান্ধবী এবং লাঞ্ছিত অপর এক বান্ধবী টাঙ্গাইল জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নওরীন মাহবুব ও ফারজানা হাসানাতের নিকট ২২ ধারায় জবানবন্দি প্রদান করে।

অন্যদিকে, টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাধায়ক ডা. সদর উদ্দিন জানান, ওই ছাত্রীদের হাসপাতালে ভর্তির পর সোমবার সন্ধ্যায় গাইনী রোগ বিশেষজ্ঞ ডা. রেহেনা পারভীনকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট একটি মেডিকেল টিম গঠন করা হয়। সোমবার রাতেই ছাত্রীদের মেডিকেল চেকাপ সম্পন্ন হয়েছে। প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে। মেডিকেল রিপোর্ট পেলে চুড়ান্তভাবে জানা যাবে।

উল্লেখ্য, গত রোববার বিকেলে ঘাটাইলের সন্ধানপুর ইউনিয়নের সাতকুয়া বন এলাকায় বেড়াতে গিয়ে এক সাথে তিন বান্ধবী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়। এ সময় তাদের অপর বান্ধবীকে লাঞ্ছিত করে ধর্ষকেরা। তারা সবাই ঘাটাইল এস. ই বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী। সোমবার তাদের একজনের পিতা বাদি হয়ে অজ্ঞাতনামা ৫/৬ জনকে আসামি করে ঘাটাইল থানায় মামলা করলে পুলিশ তিনজনকে গ্রেফতার করে।


আরো সংবাদ



premium cement
পাবনায় দুই গ্রুপের সংঘর্ষে হতাহত ২২ বিল দখলের চেষ্টা, জেলা ছাত্রলীগ নেতাকে গণপিটুনি ‘শাহাদাতের তামান্নায় উজ্জীবিত হয়ে কাজ করলে বিজয় অনিবার্য’ কারাগারে নারী হাজতিকে হাত-পা বেঁধে নির্যাতন, প্রধান কারারক্ষীসহ ৩ জনের বদলি প্যারিসে ইরানি কনস্যুলেটে ঢুকে আত্মঘাতী হামলার হুমকিদাতা গ্রেফতার প্রেম যমুনার ঘাটে বেড়াতে যেয়ে গণধর্ষণের শিকার, গ্রেফতার ৫ ‘ব্যাংকিং খাতের লুটপাটের সাথে সরকারের এমপি-মন্ত্রী-সুবিধাবাদী আমলারা জড়িত’ ইরানের সাথে ‘উঁচু দরের জুয়া খেলছে’ ইসরাইল! অসুস্থ নেতাকর্মীদের পাশে সালাম-মজনু গলাচিপায় বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু মসজিদের ভেতর থেকে খাদেমের ঝুলন্ত লাশ উদ্ধার

সকল