২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`
কারণ অনুসন্ধানে ঘটনাস্থলে কর্তৃপক্ষ

গৌরীপুর রেল জংশনে চার দিনে চার দুর্ঘটনা

গৌরীপুর রেলওয়ে জংশনে চার দিনে চার দুর্ঘটন - ছবি: সংগৃহীত

ময়মনসিংহের গৌরীপুর রেলওয়ে জংশনের রেললাইনে গত চার দিনে চারটি রেল দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার দুপুরে দুর্ঘটনার কারণ জানতে ঘটনাস্থল পরিদর্শন করেন বাংলাদেশ রেলওয়ের সহকারি মহাপরিচালক (অবকাঠামো) ধীরেন্দ্র নাথ মজুমদারের নেতৃত্বে সাত সদস্যের একটি দল।

স্থানীয় সুত্র জানায়, সর্বশেষ গত সোমবার বিকাল পৌনে চারটার দিকে জারিয়া থেকে ছেড়ে আসা ময়মনসিংহ গামী জারিয়া লোকাল ট্রেনের ইঞ্জিন শম্ভুগঞ্জ রেলস্টেশনের কাছে লাইনচ্যুত হয়। পরে দুর্ঘটনা কবলিত ইঞ্জিন রাত আটটায় উদ্ধার শেষে প্রায় চার ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।এছাড়াও গত বুধবার ১৫ জানুয়ারি চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস দুর্ঘটনায় কবলিত হয়। এতে তিনটি বগি উদ্ধারে লাগে প্রায় ৯ ঘন্টা। একদিন পর শুক্রবার মালবাহি ট্রেন লাইনচ্যুতের ঘটনা ঘটে। সেই মালবাহি ট্রেনকে উদ্ধার করতে যেয়ে উদ্ধারকারি ট্রেনটিও লাইনচ্যুত হয়ে দুর্ঘটনা কবলিত হয়।

স্থানীয় লোকজন জানান, প্রত্যেক দুর্ঘটনায় তদন্ত টিম গঠন করা হলেও কাজের কাজ কিছুই হয়নি। দুর্ঘটনার কারণ খুঁজে পায়নি তদন্ত টিম। এ ধরনের অবস্থায় এই রুটের সকল যাত্রী রয়েছে এক ধরনের আতঙ্কে। কখন ঘটে যায় বড় ধরনের দুর্ঘটনা।

তদন্ত শেষে বাংলাদেশ রেলওয়ের সহকারি মহাপরিচালক (অবকাঠামো) ধীরেন্দ্র নাথ মজুমদার জানান, পুরাতন অবকাঠামো ও স্থানীয় কর্মকর্তাকর্মচারীদের অবহেলা-অনিয়মের কারণে এ দুর্ঘটনা ঘটছে।


আরো সংবাদ



premium cement